Beta
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

হাতিয়ার সাবেক এমপি স্ত্রী-ছেলেসহ নৌবাহিনীর হেফাজতে

বাঁ থেকে- মোহাম্মদ আলী, তার স্ত্রী আয়েশা ফেরদৌস ও তাদের ছেলে আশিক আলী।
বাঁ থেকে- মোহাম্মদ আলী, তার স্ত্রী আয়েশা ফেরদৌস ও তাদের ছেলে আশিক আলী।
Picture of আঞ্চলিক প্রতিবেদক, নোয়াখালী

আঞ্চলিক প্রতিবেদক, নোয়াখালী

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী, তার স্ত্রী সাবেক সংসদ সদস্য আয়েশা ফেরদৌস এবং তাদের ছেলে হাতিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক আলীকে নৌবাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে।

শনিবার রাত ৩টার দিকে হাতিয়া পৌরসভার চর কৈলাশে মোহাম্মদ আলীর বাড়ি থেকে নৌবাহিনীর সদস্যরা তাদের তিনজনকে হেফাজতে নেয়।

মোহাম্মদ আলী তিন মেয়াদে জাতীয় পার্টি, স্বতন্ত্র এবং সর্বশেষ আওয়ামী লীগ থেকে হাতিয়ার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি হাতিয়া উপজেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির সভাপতি এবং তার স্ত্রী আয়েশা ফেরদৌস একই কমিটির সহ সভাপতি।

ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর থেকে মোহাম্মদ আলী স্ত্রী ও ছেলেকে নিয়ে নিজ বাড়িতেই অবস্থান করে আসছিলেন। ৫ আগস্ট থেকে নৌবাহিনীর হেফাজতে নেওয়ার আগ পর্যন্ত গত কয়েকদিন বাড়িটি দিনরাত নেতাকর্মীবেষ্টিত ছিল।

নৌবাহিনীর হাতিয়া ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার রেদওয়ানুজ্জামান বলেন, “হাতিয়ার মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে নৌবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে। এলাকার শান্তি শৃঙ্খলায় সাবেক সংসদ সদস্য দম্পতি ও তাদের ছেলেকে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

শেখ হাসিনার সরকারের পতনের পর রাজনৈতিক পটপরিবর্তনের মধ্যে এর আগে ঢাকার হজরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও চট্টগ্রামের রাঙ্গুনিয়া আসনের সাবেক এমপি ড. হাসান মাহমুদ এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী ও নাটোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য জুনাইদ আহমেদ পলককে হেফাজতে নেয় সেনাবাহিনী।

এ ছাড়া চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এম এ লতিফকেও হেফাজতে নিয়েছে সেনাবাহিনী।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত