Beta
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
Beta
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন গ্রেপ্তার

সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনকে শনিবার রাতে ঢাকার ইস্কাটন এলাকা থেকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে র‌্যাব।
সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনকে শনিবার রাতে ঢাকার ইস্কাটন এলাকা থেকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে র‌্যাব।
Picture of সকাল সন্ধ্যা প্রতিবেদন

সকাল সন্ধ্যা প্রতিবেদন

সাবেক জনপ্রশাসনমন্ত্রী ও তিনবারের সংসদ সদস্য ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার রাতে ঢাকার ইস্কাটন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার এক বার্তায় জানানো হয়েছে।

এতে বলা হয়, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ ও হত্যার সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

ছাত্র-জনতার তীব্র আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর থেকে বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন সাবেক সরকারের মন্ত্রী এবং বিলুপ্ত হওয়া সংসদের সদস্যসহ (এমপি) আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এই তালিকায় সর্বশেষ যুক্ত হলো সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের নাম।

মেহেরপুর-১ (সদর) আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ২০১৪ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন ফরহাদ হোসেন। পরে ২০১৮ ও ২০২৪ সালে অনুষ্ঠিত সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন তিনি।

২০১৮ সালে দ্বিতীয় দফায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আওয়ামী লীগ সরকারের টানা তৃতীয় দফার সরকারে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর দায়িত্ব পান ফরহাদ হোসেন।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জিতে আওয়ামী লীগ টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করার পর ফরহাদ হোসেনকে জনপ্রশাসনমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত