Beta
মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
Beta
মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম রিমান্ডে 

সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে রবিবার আদালতে হাজির করা হয়। ছবি : সকাল সন্ধ্যা
সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে রবিবার আদালতে হাজির করা হয়। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

কোটা সংস্কার আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানাধীন এলাকায় গুলিতে রফিকুল ইসলাম নামে একজন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

এই মামলায় নূরুল ইসলাম সুজনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদনে করেছিলেন তদন্ত কর্মকর্তা। অন্যদিকে নূরুল ইসলাম সূজনের আইনজীবীরা তার জামিন চেয়ে আবেদন করেন।

শুনানি নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালত জামিন আবেদন নাকচ করে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ৮৩৩ নম্বর রুম থেকে নূরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন দুপুরে তাকে আদালতে হাজির করে আন্দোলন চলাকালে গুলিতে নিহত শিক্ষার্থী ইমরান হাসান হত্যা মামলায় জিজ্ঞাসাবাদে জন্য পাঁচদিনের রিমান্ড করা হয়। শুনানি নিয়ে সেদিন আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করে।

তবে এই মামলায় উচ্চ আদালতে জামিন শুনানি হয়েছে জানিয়ে ওইদিনই নূরুল ইসলাম সুজনের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে আদালতে আবেদন করলে শুনানি নিয়ে আদালত রিমান্ড স্থগিত করে।

পরে রফিকুল ইসলাম হত্যা মামলায় নূরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার দেখানোর পাশাপাশি এই মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। সেদিন আদালত ২২ সেপ্টেম্বর রিমান্ড আবেদনের বিষয়ে শুনানির দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

নূরুল ইসলাম সুজন ২০০৮ সালে পঞ্চগড়-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর একই আসন থেকে আরও তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জিতে আওয়ামী লীগ টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করলে রেলমন্ত্রীর দায়িত্ব পান নূরুল ইসলাম সুজন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলেও এই দফায় গঠিত আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভায় জায়গা হয়নি তার

হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল

ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ঢাকার আদাবর থানাধীন রিংরোড এলাকায় রুবেল নামে এক পোশাককর্মী নিহতের ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছে আদালত।

হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসানকে

রবিবার সকালে মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার পরিদর্শক আব্দুল মালেক এই মামলায় মেহেদী হাসানকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। অন্যদিকে মেহেদী হাসানের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন।

উভয় আবেদনের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে হত্যা মামলা গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

এর আগে গত ১০ সেপ্টেম্বর অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে পালানোর চেষ্টাকালে মেহেদী হাসানকে আটক করার কথা জানায় ঝিনাইদহ জেলা পুলিশ।

ছাত্র-জনতার আন্দোলনের মধ্যে গুলিবিদ্ধ হয়ে রুবেল নিহতের ঘটনায় তার বাবার রফিকুল ইসলাম গত ২২ আগস্ট আদাবর থানায় মামলাটি করেন।

মামলার অভিযোগে বলা হয়, ছাত্র আন্দোলনের সময় গত ৫ আগস্ট রুবেলসহ কয়েকশ ছাত্র-জনতা সকাল ১১টার দিকে আদাবর থানাধীন রিংরোড এলাকায় প্রতিবাদী মিছিল বের করে। এসময় পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতীলীগ, কৃষকলীগ, মৎসজীবী লীগের নেতাকর্মীরা গুলি চালায়। এতে রুবেল গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত