Beta
বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

সাবেক প্রতিমন্ত্রী জাহিদ ফারুক গ্রেপ্তার

সাবেক প্রতিমন্ত্রী জাহিদ ফারুক
সাবেক প্রতিমন্ত্রী জাহিদ ফারুক
Picture of সকাল সন্ধ্যা প্রতিবেদন

সকাল সন্ধ্যা প্রতিবেদন

সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রবিবার ঢাকার বারিধারা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে বিকালে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো বার্তায় জানানো হয়েছে। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি।

জাহিদ ফারুক বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা। বরিশাল-৫ আসনের সাবেক এই সংসদ সদস্য আওয়ামী লীগ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন।

২০০৪ সালে সেনাবাহিনী থেকে অবসরের পর জড়ান আওয়ামী লীগের রাজনীতিতে। সবশেষ বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

ছাত্র-জনতার তীব্র আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর থেকে বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন সাবেক সরকারের মন্ত্রী এবং বিলুপ্ত হওয়া সংসদের সদস্যসহ (এমপি) আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এই তালিকায় সর্বশেষ যুক্ত হলো জাহিদ ফারুকের নাম।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত