Beta
বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

বাবা খেলেছেন ভারতের জার্সিতে, ছেলে ইংল্যান্ড দলে

ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার হ্যারি সিং আছেন ইংল্যান্ড দলে। ছবি: টুইটার
ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার হ্যারি সিং আছেন ইংল্যান্ড দলে। ছবি: টুইটার
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

ভারতীয় ক্রিকেটে দুজন রুদ্র প্রতাপ সিং (আর পি সিং)। দুজনই বাঁহাতি পেসার। একজন ২০১১ সালে সবশেষ খেলেছেন আন্তর্জাতিক ক্রিকেট। আরেকজন খেলেছেন সেই ১৯৮৬ সালে। যাকে ডাকা হয় আর পি সিং সিনিয়র নামে। ভারতের জার্সিতে দুটি ওয়ানডে খেলা সাবেক এই পেসারের ছেলে হ্যারি সিং সুযোগ পেয়েছেন ইংল্যান্ড জাতীয় দলে।

২০১৯ সালে বিশ্বকাপ জেতা ইংল্যান্ড দল নিয়ে একটা কথা উঠেছিল। বলা হয়েছিল- ‘ধার করা’ ক্রিকেটারদের নিয়ে বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড! কারণ দলটিতে এমন বেশ কয়েকজন ক্রিকেটার ছিলেন যাদের জন্ম ইংল্যান্ডে হয়নি। অধিনায়ক এউইন মরগানই ছিলেন অন্যতম। এছাড়া বেন স্টোকস, মঈন আলী কিংবা জোফরা আর্চারের জন্মও ইংল্যান্ডে নয়।

আর অন্য দেশের বংশোদ্ভূত খেলোয়াড়ের হিসাব করতে গেলে তালিকা শুধু বড়ই হবে। সেই তালিকায় ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড়ের সংখ্যাও কম নয়। ভারতীয় বাবার সন্তান নাসের হুসেইন যেমন শুধু ইংল্যান্ডের জার্সিতে খেলেননি, নেতৃত্বও দিয়েছেন। তবে হ্যারি সিংয়ের ব্যাপারটি সবার থেকে আলাদা।

তার বাবা ভারতের জার্সিতে খেলেছেন। আর তিনি গায়ে জড়ালেন ইংল্যান্ডের জার্সি। বাবা এক দেশের হয়ে খেলেছেন আর ছেলে অন্য দেশের হয়ে, ক্রিকেট ইতিহাসে এমন ঘটনা খুব বেশি নেই।

শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের প্রথম টেস্টের দলে আছেন ২০ বছর বয়সী হ্যারি। অবশ্য একাদশে সুযোগ পাননি, আছেন দ্বাদশ খেলোয়াড় হিসেবে। বুধবার (২১ আগস্ট) শুরু হওয়া ম্যাচে একাধিকবার বদলি ফিল্ডার হিসেবে মাঠে নেমেছেন তিনি।

হ্যারি মূলত ব্যাটার। খেলেন কাউন্টি ক্লাব ল্যাঙ্কাশায়ারে। তার বাবা আর পি সিং খেলা ছাড়ার পর ইংল্যাান্ডে পাড়ি জমান। যোগ দেন ল্যাঙ্কাশায়ার এবং ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) কোচিংয়ে। বাবার কর্মসূত্রে ইংল্যান্ডেই বেড়ে ওঠা হ্যারির।

২০১২ সালে ল্যাঙ্কাশায়ার দিয়ে ক্রিকেট ক্যারিয়ার গড়ার পথচলা শুরু তার। ২০২২ সালে ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে অস্ট্রেলিয়া সফর করেছেন। চলতি বছরের জুলাইয়ে ল্যাঙ্কাশায়ারের হয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটেও অভিষেক হয়েছে হ্যারির।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত