Beta
বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
Beta
বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

শপথ নিলেন অন্তর্বর্তী সরকারের আরও চার উপদেষ্টা

ss-four-advisers-oath-160824
Picture of সকাল সন্ধ্যা প্রতিবেদন

সকাল সন্ধ্যা প্রতিবেদন

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে যুক্ত হলেন আরও চার উপদেষ্টা। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার বিকাল ৪টা ১১ মিনেটে বঙ্গভবনের দরবার হলে নতুন উপদেষ্টাদের শপথ বাক্য পাঠ করান।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতেই তারা শপথ নিলেন।

নতুন উপদেষ্টারা হলেন- অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির খান ও বাংলাদেশ রাইফেলসের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

শপথ বাক্য পাঠ করার পরে তারা প্রত্যেকে উপদেষ্টার শপথ ও গোপনীয়তার শপথে স্বাক্ষর করেন। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। এ সময় কয়েকজন উপদেষ্টা, তিন বাহিনীর প্রধানরা এবং সামরিক ও বেসামরিক সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের তিন দিন পর গত ৮ আগস্ট ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সেদিন বঙ্গভবনে ড. ইউনূসসহ উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছিলেন ১৪ জন। এরপর ১১ আগস্ট দুজন ও ১৩ আগস্ট একজন শপথ নেন।

নতুন চার জন শপথ নেওয়ায় ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে এখন উপদেষ্টার সংখ্যা দাঁড়াল ২১ জনে।

গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির দিন গণঅভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। ওই দিনই মন্ত্রিসভা ভেঙে দেওয়া হয়। পরের দিন ৬ আগস্ট বিলুপ্ত করা হয় দ্বাদশ জাতীয় সংসদ।

রাজনৈতিক পট পরিবর্তনে শূণ্যতা পূরণে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সেখানে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের হাতে রয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, শিক্ষা, সড়ক পরিবহন ও সেতু, খাদ্য, কৃষি, জনপ্রশাসন মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়সহ ২৪টি মন্ত্রণালয় ও বিভাগ।

অন্য উপদেষ্টাদের মধ্যে সালেহউদ্দিন আহমেদকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়, আসিফ নজরুলকে আইন, আদিলুর রহমান খানকে শিল্প, এ এফ হাসান আরিফকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, মো. তৌহিদ হোসেনকে পররাষ্ট্র, সৈয়দা রিজওয়ানা হাসানকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, শারমিন এস মুরশিদকে সমাজকল্যাণ, ফারুক–ই–আজমকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, এম সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র, সুপ্রদীপ চাকমাকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, বিধান রঞ্জন রায়কে প্রাথমিক ও গণশিক্ষা, আ ফ ম খালিদ হোসেনকে ধর্ম, ফরিদা আখতারকে মৎস্য ও প্রাণিসম্পদ, নুরজাহান বেগমকে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ, মো. নাহিদ ইসলামকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন উপদেষ্টাদের এখনও দপ্তর বণ্টন হয়নি।

নতুন উপদেষ্টা অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ ১৯৯৬ সালে তিনি তত্ত্বাবধায়ক সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারকে গত ১২ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে (উপদেষ্টা মর্যাদায়) নিয়োগ দেওয়া হয়েছিল। এখন সরকারের উপদেষ্টা হিসেবে ‍যুক্ত হলেন।

আলী ইমাম মজুমদার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব ছিলেন। ২০০৬ সালের শেষ দিকে ইয়াজ উদ্দিনের সরকারের মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পান এবং পরবর্তী ফখরুদ্দিন-মইন উদ্দিন সরকারের সময় সেই  দায়িত্ব পালন করেন।

নতুন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বিশ্বব্যাংক, এডিবি, জাইকা, ইউএনডিপির পরামর্শক হিসেবেও কাজ করেছেন। তিনি ২০০৭-২০০৯ সাল পর্যন্ত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন বিদ্যুৎ বিভাগের সচিব ছিলেন।

লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী গত বিএনপি সরকারের আমলে ছিলেন ওই সময়ের বিডিআর মহাপরিচালক। তিনি সেনাবাহিনীর সাবেক প্রিন্সিপাল স্টাফ অফিসার ও একই সময়ে তাকে কোয়ার্টারমাস্টার জেনারেল পদেও উন্নীত করা হয়েছিল।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত