Beta
বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫

ফ্রান্সকে পেল বেলজিয়াম, ডাচরা মুখোমুখি রোমানিয়ার

eeeeeeee
[publishpress_authors_box]

ফিফা র‌্যাঙ্কিয়ে ফ্রান্স আছে দুইয়ে আর বেলজিয়াম তিনে। এবারের ইউরোয় র‌্যাঙ্কিয়ের শীর্ষে থাকা দল দুটিই মুখোমুখি হচ্ছে শেষ ষোলোয়। নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হতে পারেনি দুই দলের কেউ। এজন্যই শিরোপা প্রত্যাশী দুই দলের একটি ছিটকে পড়বে শেষ ষোলোতে।

এই দুই দলের সঙ্গে শেষ ষোলো নিশ্চিত করেছে স্বাগতিক জার্মানি, সুইজারল্যান্ড, স্পেন, ইতালি, ইংল্যান্ড, ডেনমার্ক, অস্ট্রিয়া, রোমানিয়া, পর্তুগাল, তুরস্ক, নেদারল্যান্ডস, স্লোভাকিয়া, জর্জিয়া, স্লোভেনিয়া।

প্রথমবার খেলতে এসে জর্জিয়ার নকআউটে পৌঁছানোটা বিশেষ কিছু। আবার ৪ পয়েন্ট নিয়েও ছিটকে যাওয়াটা ইউক্রেনের জন্য ছিল দুঃখজনক।

 শেষ ষোলোর সূচি

তারিখ                     ম্যাচ                        সময়

২৯ জুন          সুইজারল্যান্ড-ইতালি              রাত ১০টা

২৯ জুন          জার্মানি-ডেনমার্ক                  রাত ১টা

৩০ জুন         ইংল্যান্ড-স্লোভাকিয়া              রাত ১০টা

৩০ জুন         স্পেন-জর্জিয়া                      রাত ১টা

১ জুলাই         ফ্রান্স-বেলজিয়াম                  রাত ১০টা

১ জুলাই         পর্তুগাল-স্লোভেনিয়া              রাত ১টা

২ জুলাই         রোমানিয়া-নেদারল্যান্ডস         রাত ১০টা

২ জুলাই         অস্ট্রিয়া-তুরস্ক                      রাত ১টা

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত