Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

এমবাপ্পেকে একা ছেড়ে দিতে বললেন ফ্রান্স কোচ

mbappe-4
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

ফ্রান্সের স্কোয়াডে নেই কিলিয়ান এমবাপ্পে। এরপরও তাকে নিয়ে আলোচনা, তার ওপরই ফুটবল সমর্থক ও সংবাদ মাধ্যমের নজর। এই ফরোয়ার্ডকে নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়তে হচ্ছে ফরাসি কোচ দিদিয়ের দেশমকে। এমন পরিস্থিতিতে এমবাপ্পেকে একা ছেড়ে দেওয়ার কথা বলেছেন দেশম।

উয়েফা নেশনস লিগের ম্যাচে ইসরায়েলের মুখোমুখি হচ্ছে ফ্রান্স। প্যারিসের এই ম্যাচের আগে দেশমের কাছে এক সাংবাদিকের প্রশ্ন ছিল, স্কোয়াড থেকে এমবাপ্পেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত কি রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের সঙ্গে আলোচনা করে নেওয়া? দেশম প্রথমে প্রশ্নটা নিয়ে মজা করেছেন। তিনি বলেছেন, সংবাদ সম্মেলনের শুরুর দিকেই এই প্রশ্নের প্রত্যাশা করেছিলেন তিনি।

রসিকতা শেষ করেই সিরিয়াস ভূমিকায় ফরাসি কোচ, “আমি যা বলার বলে দিয়েছি। আপনি স্বাধীনভাবে যেকোনও কথা বলতে পারেন এবং যেকোনও ব্যাখ্যা দিতে পারেন। আগামীকাল আমার খেলা আছে। সেখানে ২৩ জন খেলোয়াড় আছে। কিলিয়ান এমবাপ্পে সেখানে নেই- দয়া করে তাকে একা ছেড়ে দিন।”

শুধু এবার নয়, অক্টোবরের আন্তর্জাতিক ফুটবল বিরতিতেও ফ্রান্সের স্কোয়াডে ছিলেন না এমবাপ্পে। সেবার অবশ্য ঊরুর সামান্য চোটে দেশম বাইরে রেখেছিলেন তাকে। তবে এবার ফর্মহীনতায় বাদ পড়েছে বিশ্বকাপজয়ী তারকা। প্যারিস সেন্ত জার্মেই ছেড়ে রিয়াল মাদ্রিদে গিয়ে খুব একটা সুবিধা করতে পারছেন না এমবাপ্পে। নতুন ক্লাবে মানিয়ে নিতে সংগ্রাম করতে হচ্ছে তাকে।

অন্যদিকে জাতীয় দলেও খুব একটা ছন্দে ছিলেন না। গত জুন থেকে এমবাপ্পে ফ্রান্সের জার্সিতে তার ৪৮তম গোলের সংখ্যা আর বাড়াতে পারেননি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত