প্রীতি ম্যাচের ফল
ফ্রান্স ০ : ০ কানাডা
ইতালি ১ : ০ বসনিয়া-হার্জেগোভিনা
স্লোভাকিয়া ৪ : ওয়েলস
জর্জিয়া ৩ : ১ মন্টেনিগ্রো
ইউরো শেষে অবসরের ঘোষণা দিয়েছেন অলিভিয়ের জিরু। ফ্রান্সের হয়ে সবচেয়ে বেশি ৫৭ গোল করা এই তারকার দেশের মাটিতে শেষটা স্মরণীয় হল না। বোর্দোয় কানাডার বিপক্ষে প্রীতি ম্যাচে গোলশূন্য ড্র করেছে ফ্রান্স। তবে জিরুকে দাঁড়িয়ে অভিবাদন জানান দর্শকরা।
বোর্দোয় দুই দল মুখোমুখি হয়েছিল ১৯৮৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের পর। মেক্সিকোর সেই আসরে কানাডাকে ১-০ গোলে হারিয়েছিল ফরাসিরা। ৩৮ বছর পর ড্রতে শেষ হল এবারের প্রীতি ম্যাচ। কিলিয়ান এমবাপ্পে অবশ্য বেঞ্চে ছিলেন শুরুতে। ৭৪ মিনিটে বদলি হয়ে নেমে দারুণ সুযোগও পেয়েছিলেন এমবাপ্পে। কিন্তু তার শট ঠেকিয়ে দেন গোলরক্ষক মেক্সিম ক্রিপেউ।
ম্যাচ শেষে ফরাসি কোচ দিদিয়ের দেশম বললেন, ‘‘ইউরোয় ১৭ জুন প্রথম ম্যাচের আগে দলের সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে খেলাতে হত। এটা সহজ ছিল না। বিরতির আগে কয়েকটা ভালো সুযোগ পেয়েছিলাম। তবে কানাডাও ভালো খেলেছে।’’
অপর প্রীতি ম্যাচে বসনিয়া-হার্জেগোভিনাকে ঘাম ঝড়িয়ে ১-০ গোলে হারিয়েছে ইউরোর বর্তমান চ্যাম্পিয়ন ইতালি। ফিফা র্যাঙ্কিংয়ের ৭৪তম দলের বিপক্ষে গোলের জন্য ১৭ শট নিয়ে ছয়টি লক্ষ্যে রেখেছিল তারা। ৩৮ মিনিটে একমাত্র গোলটি দাভিদ ফ্রাত্তেসির।
অপর ম্যাচে স্লোভাকিয়া ৪-০ গোলে বিধ্বস্ত করেছে ওয়েলসকে। আর জর্জিয়া ৩-১ গোলে হারায় মন্টেনিগ্রোকে।