Beta
রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
Beta
রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

ইউরোর শেষ আটের লড়াই কবে কখন

11111111111111
[publishpress_authors_box]

শেষ হলো ইউরোর শেষ ষোলোর লড়াই। এবার সেমিফাইনালে পৌঁছানোর ‘যুদ্ধ’। সেরা দলগুলো নিজেদের প্রমাণ করেই নাম লিখিয়েছে এই মঞ্চে। ৫ জুলাই স্পেন-জার্মানির ম্যাচ দিয়ে শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনাল। একই দিন মুখোমুখি পর্তুগাল-ফ্রান্স।

স্পেন-জার্মানি দুই দলই ইউরো জিতেছে রেকর্ড ৩বার করে। একটা দল ছিটকে যাবে শেষ আটে। ক্রিস্তিয়ানো রোনালদোকে আদর্শ করে বেড়ে উঠেছেন কিলিয়ান এমবাপ্পে। গুরু-শিষ্য মুখোমুখি হচ্ছেন কোয়ার্টার ফাইনালে।

ম্যাচটাকে রোনালদো তুলনা করলেন যুদ্ধের সঙ্গে, ‘‘ফ্রান্সের সঙ্গে এখন কঠিন ম্যাচে মুখোমুখি আমরা, ওরা এই টুর্নামেন্টের অন্যতম ফেবারিট। কিন্তু আমরা যুদ্ধে যাচ্ছি, দল খুব ভালো জায়গায় আছে।’’

২০০৮ সালের পর শেষ আটের টিকিট পেয়েছে নেদারল্যান্ডস ও তুরস্ক। তারা মুখোমুখি ৬ জুলাই। সেদিন জুড বেলিংহামের ইংল্যান্ড খেলবে সুইজারল্যান্ডের বিপক্ষে।

কোয়ার্টার ফাইনালের সূচি

তারিখ           ম্যাচ                        সময়                      

৫ জুলাই         স্পেন-জার্মানি            রাত ১০টা

৫ জুলাই         পর্তুগাল-ফ্রান্স            রাত ১টা

৬ জুলাই         ইংল্যান্ড-সুইজারল্যান্ড  রাত ১০টা

৬ জুলাই         নেদারল্যান্ডস-তুরস্ক    রাত ১টা

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত