ভয়ই জেকে বসেছিল ফ্রান্সের সমর্থকদের মনে। দেশের মাটির অলিম্পিকে ফুটবল থেকে সোনা জয়ের স্বপ্ন একটু সময়ের জন্য যে পড়ে গিয়েছিল শঙ্কার মুখে। ছেলেদের ইভেন্টের সেমিফাইনালে মিশরের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েছিল ফ্রান্স। তবে সব শঙ্কা উড়িয়ে ফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিকরা। সোনার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ স্পেন।
সেমিফাইনালে মিশরকে ৩-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। অন্য সেমিফাইনালে মরক্কোকে ২-১ গোলে হারিয়ে সোনার লড়াইয়ে জায়গা করে নিয়েছে স্পেন। আগামী শুক্রবার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবে ইউরোপের দুই দেশ।
স্তাদে দে লিওঁতে ৬২ মিনিটে পিছিয়ে পড়ে ফ্রান্স। এবারের অলিম্পিকে চমৎকার ফুটবল খেলা মিশরকে এগিয়ে নেন মাহমুদ সাবের। ওই গোলটাই ফাইনালের স্বপ্ন দেখাচ্ছিল আফ্রিকার দেশটিকে।
কিন্তু নির্ধারিত সময় শেষ হওয়ার সাত মিনিট আগে খেলায় ফেরে ফ্রান্স। ৮৩ মিনিটে স্বাগতিকদের সমতায় ফেরান জ্যঁ-ফিলিপ মাতেতা। ফলে নির্ধারিত ৯০ মিনিট শেষ হয় ১-১ সমতায়।
ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। এই পর্যায়ে গোল পেতে খুব একটা দেরি হয়নি ফরাসিদের। ৯৯ মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন মাতেতা। এরপর ১০৮ মিনিটে মিশেল ওলিসের লক্ষ্যভেদে জয় নিশ্চিত হয় ফ্রান্সের।