বিশ্বকাপ ও ইউরোতে দুইরকম অভিজ্ঞতা কিলিয়ান এমবাপ্পের। ফুটবলের সবচেয়ে জমজমাট আসরে গোলের পর গোল তার। অথচ মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে কোনও গোল নেই! এবারের ইউরোর শুরুতেও গোলখরা কাটাতে পারেননি। তবে ব্যবধানটা তিনিই গড়ে দিয়েছেন।
আত্মঘাতী গোলে পাওয়া জয় দিয়ে ২০২৪ সালের ইউরো শুরু করেছে ফ্রান্স। অস্ট্রিয়াকে হারিয়েছে ১-০ গোলে। এই জয় ছাপিয়ে দুশ্চিন্তা ভর করেছিল ফ্রান্স ক্যাম্পে। দলের সেরা তারকা এমবাপ্পের ইউরো খেলা নিয়ে জন্মেছিল শঙ্কা। অস্ট্রিয়ার বিপক্ষে জয় পাওয়া ম্যাচের শেষ দিকে নাকে মারাত্মক আঘাত পেয়েছেন সামনের মৌসুমে রিয়াল মাদ্রিদের জার্সিতে খেলার অপেক্ষায় থাকা এই ফরোয়ার্ড। ইউরোতে আর খেলতে পারবেন কিনা, এমন সংশয়ও জন্মেছিল। তবে ফ্রান্সের জন্য সুখবর। এমবাপ্পের নাকে অস্ত্রোপচার লাগছে না। দলের সঙ্গেই থাকছেন তিনি।
ডুসেলডর্ফের ম্যাচে গোল না পেলেও জয়ের পথটা তৈরি করে দিয়েছেন এমবাপ্পে। এই ফরোয়ার্ডের শট ঠেকাতে গিয়ে নিজেদের জালে বল জড়িয়ে দেন অস্ট্রিয়ান সেন্টার ব্যাক মাক্সিমিলান ওবার। আত্মঘাতী গোলের সৌজন্যে ফ্রান্সের কোচ হিসেবে দিদিয়ের দেশম করেছেন জয়ের ‘সেঞ্চুরি’। ফ্রান্সের ডাগআউটে ১৫৬ ম্যাচ দাঁড়িয়ে ১০০তম জয় পেয়েছেন তিনি।
জয় দিয়ে ইউরো শুরু করার স্বস্তি ঠিকঠাক অনুভব করতে পারেনি ফ্রান্স। ম্যাচের শেষ দিকে অস্ট্রিয়ার কেভিন দাসনোর সঙ্গে সংঘর্ষে নাক ক্ষতিগ্রস্ত হয় এমবাপ্পের। রক্তে ভিজে যায় জার্সি। সঙ্গে সঙ্গে মাঠ ছেড়ে ডুসেলডর্ফের হাসপাতালে নেওয়া হয়।
শোনা গিয়েছিল, নাকের হাড় ভেঙে গেছে এমবাপ্পের। দরকার অস্ত্রোপচারের। তবে ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি ফিলিপ দাইলো ইএসপিএনকে নিশ্চিত করেছেন, অস্ত্রোপচার লাগবে না। সবশেষ যে পরীক্ষা-নিরীক্ষাগুলো করা হয়েছে, তাতে ফ্রান্স দলের মেডিক্যাল টিম মনে করছে অস্ত্রোপচার ছাড়াই খেলা চালিয়ে যেতে পারবেন এমবাপ্পে।
স্থানীয় সময় রাত ১টায় হাসপাতাল ছেড়ে ফ্রান্স দলে যোগ দিয়েছেন এমবাপ্পে। অস্ত্রোপচার না লাগলেও এখন মাঠে নামলে মাস্ক ব্যবহার করতে হবে তাকে। যদিও তিনি কবে মাঠে ফিরতে পারবেন, তা নিয়েও আছে সংশয়। ফলে নেদারল্যন্ডসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে এমবাপ্পের খেলা নিশ্চিত নয়।
অস্ট্রিয়া ম্যাচ শেষে এমবাপ্পের ইনজুরি নিয়ে কোচ দেশম বলেছিলেন, “খুবই বাজেভাবে লেগেছে তার (এমবাপ্পের)। আমরা অপেক্ষা করছি, দেখা যাক কী হয়। মেডিক্যাল টিম কাজ করে যাচ্ছে। এটা (এমবাপ্পের ইনজুরি) আমাদের জন্য খারাপ সংবাদ। অবশ্যই তাকে নিয়ে এবং তাকে ছাড়া দলের অবস্থা কখনোই একরকম নয়। আশা করছি সে থাকবে (ইউরো চ্যাম্পিয়নশিপ)।”