Beta
বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

অনাস্থা ভোটে হেরে ৩ মাসেই বিদায় ফ্রান্সের বার্নিয়ে সরকারের 

দা রিপাবলিকানস দলের নেতা মিশেল বার্নিয়ে গত সেপ্টেম্বরে ফ্রান্সের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন।
দা রিপাবলিকানস দলের নেতা মিশেল বার্নিয়ে গত সেপ্টেম্বরে ফ্রান্সের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন।
[publishpress_authors_box]

ক্ষমতা গ্রহণের তিন মাসের মধ্যে বাজেট ঘিরে পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে গেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে। এর মধ্য দিয়ে পতন ঘটেছে তার নেতৃত্বাধীন সরকারের।

১৯৬২ সালের পর দেশটির ইতিহাসে এই প্রথম কোনও সরকারকে এভাবে অনাস্থা ভোটের মাধ্যমে বিদায় নিতে হলো।          

গত সেপ্টেম্বরে ফ্রান্সের উদার রক্ষণশীল দল দা রিপাবলিকানসের নেতা মিশেল বার্নিয়েকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দিয়েছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

সম্প্রতি বিশেষ ক্ষমতা ব্যবহার করে কোনও ভোট ছাড়াই পার্লামেন্টে বাজেট পাস করালে বিতর্কের মুখে পড়েন ব্রেক্সিটের পক্ষে একসময়ের মধ্যস্থতাকারী বার্নিয়ে। বিরোধীরা বুধবার পার্লামেন্টে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব তোলে।

তাতে সায় দেয় পার্লামেন্টের ৫৭৭ জন সদস্যের মধ্যে ৩৩১ জন। ফ্রান্সের পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব পাস করাতে হলে ২৮৮টি ভোটই যথেষ্ট।

জুলাইয়ের নির্বাচনে ফ্রান্সের কোনও দল পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারেনি। বিতর্কিত বাজেটের জেরে প্রধানমন্ত্রীর পদ থেকে তিন মাসের মধ্যে বার্নিয়ের বিদায় তাই ফ্রান্সের রাজনৈতিক অস্থিতিশীলতা আরও বাড়াবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ফ্রান্সে এবারের সংসদীয় নির্বাচনে সবচেয়ে বেশি আসনে জয় পেয়েছিল দেশটির বামপন্থী জোট নিউ পপুলার ফ্রন্ট (এনএফপি)। এই জোটের কাউকে প্রধানমন্ত্রী পদের জন্য বাছাই না করে উদার রক্ষণশীল দল দা রিপাবলিকানসের নেতা বার্নিয়েকে প্রধানমন্ত্রী পদে বসানোর প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সিদ্ধান্তের সমালোচনা করে আসছিল এনএফপির নেতারা।         

নির্বাচনে অধিকাংশ আসনে জয় পেয়ে উচ্ছ্বসিত নিউ পপুলার ফ্রন্টের (এনএফপি) শরিক কট্টর বামপন্থী দল লা ফ্রান্স আসুমিজের (এলএফআই) নেতা জঁ লুক মেলোশঁ।

বিবিসি জানিয়েছে, পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রী বার্নিয়ে এখন প্রেসিডেন্ট ম্যাক্রোঁর কাছে তার সরকারের পদত্যাগপত্র জমা দেবেন। তবে প্রেসিডেন্ট যতদিন পর্যন্ত না তার উত্তরসূরি বাছাই করছেন, ততদিন ফ্রান্সের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন বার্নিয়ে।

যে বাজেট বার্নিয়ের বিদায়ের ঘণ্টা বাজাল, সেটি সম্পর্কে ফ্রান্সের কট্টর ডানপন্থী নেতা মারিন লো পেন বুধবার বলেন, এই বাজেট ফরাসিদের জন্য ক্ষতিকর ছিল। বার্নিয়েকে সরানো ছাড়া আর কোনও উপায় ছিল না।        

বুধবার পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব তোলা হলে বার্নিয়ে বলেছিলেন, অনাস্থা ভোটের মাধ্যমে তাকে সরানো হলে তাতে ফ্রান্সের অর্থনৈতিক সমস্যার সমাধান হবে না।

এদিকে, সৌদি আরব সফর শেষে দেশে ফিরেছেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। বৃহস্পতিবার সন্ধ্যায় তার জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার কথা।        

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

বিশ্লেষকদের মতে, পার্লামেন্টে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রী বার্নিয়ের হেরে যাওয়ার ঘটনা ম্যাক্রোঁর ওপর প্রভাব ফেলবে না। কারণ ফ্রান্সের রাজনৈতিক ব্যবস্থায় প্রেসিডেন্ট আর সরকারকে আলাদা ভোটে নির্বাচিত করা হয়।

ধারণা করা হচ্ছে, দ্রুতই ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবেন ম্যাক্রোঁ। কারণ এ সপ্তাহে নটর ডেম ক্যাথেড্রাল পুনঃ উদ্বোধনের জন্য প্যারিসে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের সফরকালে ফ্রান্সকে স্বভাবতই সরকারবিহীন অবস্থায় রাখতে চাইবেন না প্রেসিডেন্ট ম্যাক্রোঁ।  

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত