Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

বার্সার ‘দোষে’ ইউরোয় নেই ডি ইয়ং, চোট লেভানদোস্কিরও

llllllllll
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

ইউরোর আগে বড় ধাক্কা খেল নেদারল্যান্ডস। দলের মাঝমাঠের কারিগর ফ্রাঙ্কি ডি ইয়ংকে পাচ্ছে না তারা। টুর্নামেন্টের আগে সবশেষ প্রস্তুতি ম্যাচে কাল (সোমবার) আইসল্যান্ডকে ৪-০ গোলে হারিয়েছে ডাচরা। এরপর কোচ রোনাল্ড কোম্যান নিশ্চিত করেন ডি ইয়ংয়ের ইউরো খেলত না পারাটা।

কোম্যান এজন্য দায় দিলেন বার্সাকে। কারণ এই মৌসুমে এমনিতেই গোড়ালির ইনজুরিতে ভুগছিলেন ডি ইয়ং। তারপরও ঝুঁকি নিয়ে তাকে খেলানো হয় এল ক্লাসিকোয়। এরপর বার্সার সবশেষ ৬ ম্যাচ খেলতে পারেননি তিনি।

তাই কোম্যানের ক্ষোভ, ‘‘বার্সা ডি ইয়ংকে নিয়ে ঝুঁকি নিয়েছে, এখন এর মূল্য দিতে হচ্ছে আমাদের। পরীক্ষায় দেখা গেছে, সে এখনও ওই কাজগুলো করতে পারে না যা করতে পারা উচিত। অনুশীলনের পর প্রতিবার তার গোড়ালিতে সমস্যা হয়। আগামী তিন সপ্তাহে সে শতভাগ ফিট থাকবে না।’’

ইউরোয় খেলতে না পারায় সামাজিক যোগাযোগ মাধ্যমে হতাশা জানিয়ে পোস্ট করেছেন ডি ইয়ংও। তার জায়গায় নেওয়া হয়েছে চেলসির ডিফেন্ডার ইয়ান ম্যাটসেনকে।

এদিকে ইউরোর আগে চোট পেয়েছেন পোল্যান্ডের প্রাণভোমরা রবার্ট লেভানদোস্কিও। সোমবার তুরস্ককে ২-১ গোলে হারায় পোল্যান্ড। ১২তম মিনিটে গোল করা ক্যারল স্ফিদারস্কির পা মচকে গেছে ।

 এর কিছুক্ষণ পর ঊরুর সমস্যায় ভুগতে দেখা যায় লেভানদোভস্কিকে। ঝুঁকি না নিয়ে মাঠ থেকে তুলে নেওয়া হয় তাকেও। লেভানদোস্কির চোট গুরুতর কিছু নয় বলে নিশ্চিত করেছিলেন পোল্যান্ডের কোচ মাইকেল পোবিজার। তারপরও তার প্রথম ম্যাচে খেলা নিয়ে শঙ্কা কাটেনি বলে জানিয়েছে পোল্যান্ডের কয়েকটি দৈনিক।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত