প্রায় দেড় মাস পর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন দুর্নীতির মামলা থেকে সম্প্রতি মুক্ত হওয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান তিনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সকাল সন্ধ্যাকে জানিয়েছেন, ঢাকার বসুন্ধরার এভার কেয়ার হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া।
এ সময় ফিরোজায় উপস্থিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সালাহউদ্দিন আহমেদ, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসসহ নেতারা চেয়ারপারসনকে স্বাগত জানান।
গত ৭ জুলাই রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন খালেদা জিয়া। পরে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী জরুরি ভিত্তিতে পরদিন তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি।
৭৯ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী লিভার সিরোসিস, ফুসফুস, আর্থ্রাইটিস, হৃদরোগ, কিডনি জটিলতা, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছেন।
দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়া ২০২০ সাল থেকে সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্ত অবস্থায় নিজের বাসায় ছিলেন। তবে তার ওপর নানা ধরনের বিধিনিষেধ ছিল।
বিএনপি চেয়ারপারসনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়ে বেশ কয়েকবার আওয়ামী লীগ সরকারের কাছে আবেদন করা হয়েছিল তার পরিবারের পক্ষ থেকে। প্রতিবারই আইনি জটিলতার কারণ দেখিয়ে অনুমতি দেয়নি তৎকালীন সরকার।
রবিবার দুপুরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে গিয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ জানিয়েছিলেন, খালেদা জিয়া চিকিৎসার জন্য দ্রুততম সময়ের মধ্যে বিদেশে যাবেন। তবে কোথায় যাবেন, কোন হাসপাতালে চিকিৎসা নেবেন- তা এখনও চূড়ান্ত হয়নি।
তীব্র ছাত্র-গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। পরদিনই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৪৯ অনুচ্ছেদের ক্ষমতাবলে খালেদা জিয়ার দণ্ড মওকুফ করেন। মুক্ত হওয়ার পরও হাসপাতালেই থাকতে হচ্ছিল তাকে।
চিকিৎসকরা ছাড়পত্র দেওয়ায় অবশেষে বাসায় ফিরলেন তিনি।