Beta
মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
Beta
মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

রমনার পদ্ম ডোবায় ডাহুকের নিঃশঙ্ক বিচরণ

ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে রমনা কালী মন্দিরে ঢোকার ঠিক আগে হাতের ডানপাশে পড়ে একটি ডোবা। পদ্মফুলে ভরা সেই ডোবায় শনিবার মনের সুখে এক ডাহুককে ছোটাছুটি করতে দেখা যায়।
ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে রমনা কালী মন্দিরে ঢোকার ঠিক আগে হাতের ডানপাশে পড়ে একটি ডোবা। পদ্মফুলে ভরা সেই ডোবায় শনিবার মনের সুখে এক ডাহুককে ছোটাছুটি করতে দেখা যায়। ছবি : জীবন আমীর
খাবারের সন্ধানে এক পদ্মপাতা থেকে আরেক পদ্মপাতায় লাফিয়ে বেড়াচ্ছে বিরহী নামে পরিচিত এই পাখি। ডাইক, ডাউকি, পানপায়রা নামেও এরা পরিচিত। ছবি : জীবন আমীর
ছোট মাছ, জলজ পোকামাকড় ডাহুকের প্রধান খাবার। ছবি : জীবন আমীর  
জলাভূমি, ঝোপঝাড়, পুকুর, খাল-বিলে এদের বেশি দেখা যায়। ছবি : জীবন আমীর  
পা লম্বা হওয়ায় পদ্মপাতা, শাপলাপাতা আর কচুরিপানার ওপর দিব্যি চলাফেরা করতে পারে ডাহুক। ছবি : জীবন আমীর

আরও পড়ুন