২০ বছর বয়সেই বিশ্ব ক্রীড়াঙ্গনে নিজের নাম খোদাই করে নিয়েছেন আকারি ফুজিনামি। মেয়েদের কুস্তির ইতিহাসে নতুন কীর্তি কড়েছেন এই জাপানিজ কুস্তিগীর। ফ্রিস্টাইল কুস্তির ৫৩ কেজি ওজন শ্রেণির শ্রেষ্ঠত্ব ফুজিনামির। টানা ১৩৭ লড়াই জিতে অলিম্পিকে সোনা জিতেছেন তিনি।
টানা ১৩০ লড়াই জিতে প্যারিস অলিম্পিকে পা রেখেছিলেন ফুজিনামি। জীবনের প্রথম অলিম্পিক প্রতিযোগিতায় সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে জয়ের সংখ্যা আরও বাড়িয়ে নিছেন তিনি। ফাইনালে ইকুয়েডরের লুসিয়া ইয়েপেস গুজমানকে ১০-০ পয়েন্টে হারিয়ে সোনা জিতেছেন ফুজিনামি।
অর্থাৎ, সোনার লড়াইয়ে প্রতিদ্বন্দ্বীকে দাঁড়াতেই দেননি জাপানিজ কুস্তিগীর। অলিম্পিকে নামার আগে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফুজিনামি। প্যারিসেও তিনি ফেভারিট ছিলেন। তবে অলিম্পিকের মতো বিশাল মঞ্চে আগে কখনও না খেলায় কিছুটা দুশ্চিন্তা তার ছিল।
সেটি কাটিয়ে সোনা জয়ের পর এই জাপানিজ তরুণী বলেছেন, “আমি আমার রেকর্ডের দিকে খুব একটা নজর দেইনি। আমি শুধু শক্তিশালী থাকতে চেয়েছি।”
সঙ্গে যোগ করেছেন, “অলিম্পিক চ্যাম্পিয়ন হতে কঠোর পরিশ্রম করেছি। প্রায় সময়ই অলিম্পিক মঞ্চে অঘটন দেখা যায়, যদিও আমি খুব বেশি বিচলিত ছিলাম না। সময় এখন উপভোগের। এখন মজাদার সব খাবার খেতে পারব।”