Beta
শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
Beta
শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

গাবতলীতে গাড়ির ধাক্কায় পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু, সড়ক অবরোধ

গাড়ির ধাক্কায় পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যুতে সড়ক অবরোধ করা হয়। ছবি : সকাল সন্ধ্যা
গাড়ির ধাক্কায় পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যুতে সড়ক অবরোধ করা হয়। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

ঢাকার গাবতলীতে পিকআপ ভ্যানের ধাক্কায় আমেনা বেগম নামে এক পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোর পৌনে ৬টার দিকে গাবতলী বাস টার্মিনালের দক্ষিণে গাবতলী-দ্বীপনগর সড়কে এই ঘটনার পর সড়ক আটকে চার ঘণ্টার বেশি সময় ধরে বিক্ষোভ করেন পরিচ্ছন্নতাকর্মীরা। এতে সড়কে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

নিহত আমেনা খাতুন সিটি করপোরেশন নতুন মহল্লার চার নম্বর গলিতে পরিবারসহ থাকতেন বলে জানিয়েছেন তার সহকর্মীরা।

এ ঘটনায় পিকআপ ভ্যানের চালক মো. নাজমুল ইসলামকে (৩৫) আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোরে আমেনা বেগম দায়িত্ব পালনে গাবতলী-দ্বীপনগর মোহাম্মদপুর সড়কের ঢাল বেয়ে ওপরে উঠছিলেন। খানাখন্দে ভরা সড়কে বেপরোয়া গতিতে চলছিল পিকআপ ভ্যানটি। হঠাৎ সামনে গর্ত দেখে চালক গাড়ি ফুটপাতের দিকে চালিয়ে দেন। এ সময় গাড়িটির ধাক্কায় ঢাল বেয়ে উঠতে থাকা আমেনা বেগম ছিটকে প্রায় ১০০ ফুট দূরে খাদে গিয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনার পরপরই ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তারা ঝুঁকিভাতা প্রদানসহ বিভিন্ন দাবি-দাওয়া জানাতে থাকেন। তাদের অবরোধের কারণে সড়কে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। এতে রাস্তার উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দারুস সালাম জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মফিজুর রহমান পলাশ জানান, ঝুঁকিভাতা প্রদানসহ তাদের বিভিন্ন দাবি-দাওয়া সিটি করপোরেশনের ঊধ্বর্তনরা মেনে নিলে চার ঘণ্টা পর সকাল সাড়ে ৯টার দিকে পরিচ্ছন্নতাকর্মীরা সড়ক ছেড়ে চলে যান।

তিনি জানান, পিকআপ ভ্যানের চালককে আটক করা হয়েছে এবং পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা হবে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত