Beta
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

‘গেইম অব থ্রোনস’-এর সানসা স্টার্ক থেকে ‘টুম্ব রেইডার’-এর লারা ক্রফট

Sophie Turner
[publishpress_authors_box]

অ্যাঞ্জেলিনা জোলি ও অ্যালিসিয়া বিকান্ডার-এর পর ‘টুম্ব রেইডার’-এর লারা ক্রফট হতে যাচ্ছেন ‘গেইম অব থ্রোনস’ খ্যাত ব্রিটিশ অভিনেত্রী সোফি টার্নার।

অ্যামাজন প্রাইম ভিডিও-এর আসন্ন এই সিরিজের প্রধান চরিত্রে অভিনয়ের জন্য খুব শিগগিরিই চুক্তি করতে যাচ্ছেন টার্নার, যিনি গেইম অব থ্রোনস-এ অভিনয় করেছিলেন সানসা স্টার্ক চরিত্রে, বলে জানিয়েছে ভ্যারাইটি।

সোফি টার্নার ‘গেইম অব থ্রোনস’ সিরিজে সানসা স্টার্ক চরিত্রে অভিনয় করে খ্যাতির শীর্ষে পৌঁছে যান। ২০১৯ সালে তিনি এ সিরিজটির জন্য সেরা সহ-অভিনেত্রী হিসেবে টেলিভিশনের অস্কার খ্যাত এমি পুরস্কারের মনোনয়ন পেয়েছিলেন।

এ ছাড়া তিনি ‘এক্স-ম্যান: অ্যাপোক্যালিপস’ ও ‘এক্স-ম্যান: ডার্ক ফিনিক্স’ সিনেমাগুলোতেও জিন গ্রে চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন।

‘টুম্ব রেইডার’ সিরিজটি ক্রিস্টাল ডাইনামিকস, অ্যামাজন এমজি এম স্টুডিওস ও লিজেন্ডারি টেলিভিশনের অধীনে তৈরি হচ্ছে। তবে সিরিজটি কে পরিচালনা করছেন এবং সোফি ছাড়া আর কে কে অভিনয় করছেন, এ বিষয়ে কোনো তথ্য মেলেনি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত