Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

স্পোর্টস কুইজে গেমপ্লিফাইয়ের অন্য রকম সন্ধ্যা

অতিথিদের হাত থেকে পুরস্কার নিচ্ছে সারা দেশ থেকে এসএসসিতে  প্রথম হওয়া মোহাম্মদ জুলকারনাইন নাবিল। ছবি: সংগৃহীত।
অতিথিদের হাত থেকে পুরস্কার নিচ্ছে সারা দেশ থেকে এসএসসিতে প্রথম হওয়া মোহাম্মদ জুলকারনাইন নাবিল। ছবি: সংগৃহীত।
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

কোপা আমেরিকার ফাইনাল অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের কোন শহরে? বাংলাদেশের কোন ক্রিকেটার বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি করেন? এমন সব বৈচিত্র্যময় প্রশ্ন নিয়ে দেশের মেধাবী ছাত্রদের সামনে হাজির হয়েছিল খেলাধুলা বিষয়ক সামাজিক যোগাযোগমাধ্যম প্লাটফর্ম গেমপ্লিফাই এক্সওয়াইজেড।

প্রশ্নগুলোর চটপট উত্তরও দিয়েছে সদ্য এসএসসি উত্তীর্ণ হওয়া ছাত্ররা। রাজধানীর রাওয়া ক্লাবে বুধবার সন্ধ্যায় জড়ো হয়েছিল ৮০ জন ছাত্র। যারা এসেছে বরিশাল, পাবনা, রংপুর, কুমিল্লা, ঝিনাইদহ ও ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে। এরা প্রত্যেকে সর্বশেষ এসএসসি পরীক্ষায় পেয়েছে জিপিএ ফাইভ।

কুইজ অনুষ্ঠানের পাশাপাশি এই মেধাবীদের সংবর্ধনাও দিয়েছে গেমপ্লিফাই এক্সওয়াইজেড। অনুষ্ঠানের শুরুতে ছাত্রদের কাছে জানতে চাওয়া হয় নানা রকমের ক্রীড়া কুইজ। এরপর চলে পরিচয় পর্ব। সব শেষে কৃষ্ণপক্ষ ব্যান্ডের ভোকালিস্ট তারেক হোসেন চমৎকার গান পরিবেশনা করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্রদের ক্রেস্ট ছাড়াও দেওয়া হয় নানা রকমের পুরস্কার। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈশাখী টেলিভিশনের অনুষ্ঠান প্রধান আহসান কবির, আস্থা লাইফ ইনসুরেন্সের সিওও (প্রধান পরিচালন কর্মকর্তা) সাইফ উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাসান তাওফিক অনিক, যিনি চার চাকা লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক।

গেমপ্লিফাইকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং এর ব্যবহারকারীদের নিত্য-নতুন অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যেই মূলত ক্রীড়াভিত্তিক ওয়েবসাইটটি আয়োজন করে থাকে নানা রকমের কুইজ প্রতিযোগিতার। যেখানে অংশগ্রহণকারীরা শুধু একটি অ্যাকাউন্ট খুললেই গেমপ্লিফাই আয়োজিত নানা ধরনের কুইজ প্রতিযোগিতায় অংশ নিতে পারেন। আর প্রতিটি ব্যবহারকারী এই কুইজের মাধ্যমে অর্জন করে নির্দিষ্ট পয়েন্ট।

অনুষ্ঠানে এসে ভীষণ উচ্ছ্বসিত বরিশাল ক্যাডেট কলেজের ছাত্র জিএম সোলায়মান, “এখানে এসে আমার খুব ভালো লেগেছে। এমন একটি চমৎকার অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য গেমপ্লিফাইকে ধন্যবাদ।”

এ সময় আরও উপস্থিত ছিলেন এক্সওয়াইজেড ক্লাউড বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহফুজুর রহমান, প্রোডাক্ট ম্যানেজার ওমর ফারুক খান, প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রহমান আদনান, কাস্টমার সার্ভিস অফিসার রাশিদুল হাসান রাসেলসহ গেমপ্লিফাই পরিচালনা পরিষদের কর্মকর্তারা।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত