Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

খেলা আন্তর্জাতিক পদক দেশীয়

পিকনক2৩
[publishpress_authors_box]

আগামী ৮ ফেব্রুয়ারি পূর্বাচলে হবে ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন। এই প্রতিযোগিতার বাংলাদেশি অ্যাথলেটদের ফল একই সঙ্গে জাতীয় অ্যাথলেটিকসেও গণ্য করা হবে। আগামী ১৭-১৯ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে জাতীয় অ্যাথলেটিকস। কিন্তু সেখানে ম্যারাথন ইভেন্ট বাদ রাখা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী আয়োজিত ৪২.২ কিলোমিটার ম্যারাথনে দেশি-বিদেশি অ্যাথলেট অংশ নেবে। কিন্তু সেখানে বাংলাদেশের অ্যাথলেটদের টাইমিং সংরক্ষণ করা হবে। সেটা পরবর্তীতে জাতীয় অ্যাথলেটিকসের ফলাফলে সংযুক্ত করা হবে।

বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলম জানিয়েছেন, “যেহেতু প্রায় কাছাকাছি সময়ে আন্তর্জাতিক ম্যারাথন ও জাতীয় প্রতিযোগিতা হবে তাই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। কারণ ৪২ কিলোমিটার দৌড়ানোর পর একজন অ্যাথলেটের রিকভারি করা ও নতুন করে আরেকটি ইভেন্টের ফর্মের পিকে ওঠা কঠিন। সব কিছু বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক ইভেন্টের টাইমিং পর্যবেক্ষণ করে সেটা অনুসারে পদক নির্ধারণ করা হবে। এভাবেই জাতীয় অ্যাথলেটিকসে স্ব স্ব ক্লাব, সার্ভিসেস সংস্থার নামে পাশে পদকগুলো যোগ হবে।”  

তারুণ্যের উৎসবের চূড়ান্ত পর্ব ঢাকায়

আন্তর্জাতিক ম্যারাথনের আগে জানুয়ারি মাসে অ্যাথলেটিকস ফেডারেশন তারুণ্যের উৎসবে আয়োজন করবে আন্তঃজেলা ও আন্তঃবিভাগীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতা। শুরুতে এটি ২টি ধাপে সারা দেশব্যাপী অনুষ্ঠিত হবে। ১ম ধাপে ৬৪টি জেলার সমন্বয়ে ৮টি বিভাগীয় শহরে হবে আগামী ১৫-২৮ জানুয়ারী। ২য় ধাপে ৮টি বিভাগের সমন্বয়ে  তারুণ্যের উৎসব আন্তঃ বিভাগ অ্যাথলেটিকস প্রতিযোগিতা হবে ৭ ফেব্রুয়ারী। চূড়ান্ত পর্ব হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।

জাতীয় অ্যাথলেটিকসে সোনাজয়ীদের ৫ হাজার, রুপাজয়ীদের ৩ হাজার ও ব্রোঞ্জজয়ীদের ২ হাজার করে অর্থ পুরষ্কার দেওয়া হবে। কোনও অ্যাথলেট জাতীয় রেকর্ড গড়লেন তিনি পাবেন ২০ হাজার টাকা। বিগত বছরগুলোতে রেকর্ডজয়ীদের এই পরিমাণ টাকা দেওয়া হয়নি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত