Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

নোয়াখালীতে মা ও মেয়েকে দলবদ্ধ ধর্ষণ: গ্রেপ্তার ২ আসামি কারাগারে

ss-chief-judicial-magistrate-court-noakhali
[publishpress_authors_box]

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার প্রত্যন্ত চর এলাকায় এক মা ও মেয়েকে ঘর থেকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার দুই আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

এরা হলেন চর বালুয়া গ্রামের মো. হারুন (৪০) এবং একই গ্রামের মো. হাসান (৪০)।

ভুক্তভোগী নারীর দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে রবিবার বিকালে জেলার মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে শনিবার রাতে চর বালুয়ায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গত ২১ অক্টোবর রাতে চর এলাহী ইউনিয়নের প্রত্যন্ত চরের বাড়িতে স্বামীর অনুপস্থিতিতে এক নারী ও তার মেয়েকে ঘর থেকে বের করে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে স্থানীয় ছয় ব্যক্তির বিরুদ্ধে।

নির্যাতনের শিকার ওই নারী জানান, তার স্বামী কাভার্ড ভ্যান চালক। বাড়িতে ১৭ বছর বয়সী মেয়ে ও ২১ বছরের দেবরকে নিয়ে থাকেন তারা। গত ২১ অক্টোবর রাত ১১টার দিকে স্থানীয় ছয় যুবক তার বাড়িতে আসে। তারা ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে তার দেবরের মুখ, হাত-পা বেঁধে রাখে। এরপর তাকে ও তার মেয়েকে জোর করে ঘর থেকে বের করে নিয়ে যায়।

তিন যুবক তাকে পুকুরপাড়ে নিয়ে এবং বাকি তিন জন মেয়েকে রান্নাঘরের সামনে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করে।  রাত সাড়ে ৩টার দিকে চলে যাওয়ার সময় ঘর থেকে টাকাপয়সাসহ জিনিসপত্রও লুট করে নিয়ে যায় তারা।

এ ঘটনা কাউকে না জানাতেও হুমকি দিয়ে যায় ছয় যুবক।

পরদিন ওই নারী ঘটনাটি সমাজপতিদের জানান। তিন্তু তারা বিচার না করে সময় নষ্ট করায় তিনি গত শনিবার স্থানীয় পুলিশ ক্যাম্পে অভিযোগ করেন।

এরপর কোম্পানীগঞ্জ থানায় হাসান ও হারুন সহ ছয়জনকে আসামি করে মামলা করেন ওই নারী। অভিযোগের ভিত্তিতে রাতেই অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ, বাকিদের ধরতেও অভিযান চলছে।

২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম বলেন, “ভুক্তভোগী মা ও মেয়ের শারীরিক পরীক্ষার জন্য দুপুরে হাসপাতালে পাঠিয়েছিল পুলিশ। তাদের শারীরিক পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত