ঢাকার আশুলিয়ায় বকেয়া বেতন দাবিতে চারদিন আগে আন্দোলনকালে গুলিতে আহত পোশাক শ্রমিক চম্পা খাতুন (২৫) মারা গেছেন।
পুলিশ জানিয়েছে, তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে রবিবার সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুলিবিদ্ধ মোরশেদা বেগম নামে আরেক শ্রমিক হাসপাতালে ভর্তি আছেন। গুলিবিদ্ধ আরেকজন চিকিৎসা নিয়ে চলে গেছেন।
বকেয়া বেতনের দাবিতে গত ২৩ অক্টোবর বেলা ১১টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় জেনারেশন নিট ফ্যাশন কোম্পানি নামের একটি কারখানার সামনে আন্দোলন চলছিল। সেখানে গুলিতে চম্পা, মোরশেদাসহ তিনজন আহত হন।
শ্রমিকরা বলছেন, দেড় মাস আগে কর্তৃপক্ষ হঠাৎ কারখানাটি বন্ধ ঘোষণা করে। এতে বিপাকে পড়েন কয়েক হাজার শ্রমিক। এজন্য ওই কারখানাসহ আশপাশের কয়েকটি কারখানার কর্মচারীরা আন্দোলন করছিলেন। তাদের দাবি ছিল, তিন মাসের বেতন ভাতা পরিশোধের।
২৩ অক্টোবর সকালে আন্দোলনে নামেন এসব কারখানার শ্রমিকরা। এসময় পুলিশ তাদের রাস্তা থেকে সরিয়ে দিতে চায়। তখন ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর হয়। শটগানের গুলিতে আহত হন চম্পাসহ তিনজন।
চম্পার ভাই মো. স্বপন জানিয়েছেন, তাদের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার আহম্মেদপুর গ্রামে। চম্পা সুইং অপারেটর ছিলেন। স্বামী মো. মিঠু ও এক মেয়েকে নিয়ে আশুলিয়া দিয়াখালী এলাকায় থাকতেন তিনি।