Beta
শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
Beta
শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

পাকিস্তানের নতুন কোচ কারস্টেন-গিলেস্পি

ww
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]


ওয়ানডে বিশ্বকাপের পর থেকে নতুন বিদেশি কোচের সন্ধানে ছিল পিসিবি। টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে কোচ খুঁজে পেল তারা। তাও একজন নয়, দুজন।

ওয়ানডে ও টি-টোয়েন্টিতে পাকিস্তানের নতুন কোচ হলেন গ্যারি কারস্টেন। এই দক্ষিণ আফ্রিকানের হাত ধরে ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল ভারত। টেস্টের কোচ হিসেবে পাকিস্তান নিয়োগ দিয়েছে অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার জেসন গিলেস্পিকে।

সব সংস্করণেই পাকিস্তানের সহকারী কোচের দায়িত্ব পালন করবেন সাবেক অলরাউন্ডার আজহার মেহমুদ।  দলটির অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করছেন তিনি। আজ (রবিবার) সংবাদ সম্মেলনে পিসিবি প্রধান মহসিন নাকভি জানিয়েছেন কারস্টেন-গিলেস্পির নিয়োগের খবর। সবার চুক্তি দুই বছরের জন্য।

অস্ট্রেলিয়ার হয়ে ৭১টি টেস্টে ২৫৯ উইকেট আর ৯৭ ওয়ানডেতে ১৪২ উইকেট নিয়েছেন গিলেস্পি। পাকিস্তানের কোচ হতেই কিছুদিন আগে তিনি সাউথ অস্ট্রেলিয়া ও অ্যাডিলেড স্ট্রাইকার্সের ছেলেদের দলের প্রধান কোচের দায়িত্ব ছাড়েন।

দক্ষিণ আফ্রিকার হয়ে ১০১ টেস্ট ৭২৮৯ রান  ও ১৮৫টি ওয়ানডেতে ৬৭৯৮ রান করেছেন কারস্টেন। ২০১১ সালে ভারতকে ওয়ানডে বিশ্বকাপ জেতানো কারস্টেন বর্তমানে আইপিএলে গুজরাট টাইটানসের ‘মেন্টর’। ইংল্যান্ডের বিপক্ষে ২২ মে শুরু হতে যাওয়া চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেই তাকে পেতে পারেন বাবর আজমরা।

 এরপর প্রথম মর্যাদার টুর্নামেন্ট হিসেবে কারস্টেনের অভিযান শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। সেখানে গ্রুপ পর্বেই সাবেক দল ভারতের মুখোমুখিও হতে হবে কারস্টেনকে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত