বোমাই ফাটালেন পাকিস্তানের কোচ গ্যারি কার্স্টেন। ভারতের বিপক্ষে হারের পর ১২০ রান তাড়া করতে না পারার হতাশা লুকাননি তিনি। বিশ্বকাপের ঠিক আগে নিয়োগ পাওয়া এই কোচ এবার প্রশ্ন তুললেন দলের একতা নিয়েই।
‘জিও নিউজ’ বিশেষ সূত্রের উদ্ধৃতি দিয়ে রিপোর্ট করেছে, গ্যারি কার্স্টেন দলে একতার অভাবে ক্ষুব্ধ। তিনি বলেছেন, ‘‘পাকিস্তান দলে কোনও একতা নেই। ওরা মুখে এটাকে একটা দল বলে। কিন্তু এটা কোনও দলই নয়। ক্রিকেটারেরা কেউ কাউকে সাহায্য করে না। সবাই আলাদা, নিজের মতে চলে। আমি অনেক দলে কাজ করেছি। কিন্তু কোথাও এমন অভিজ্ঞতা হয়নি। জীবনে এমন দল আমি দেখিনি।’’
পাকিস্তানের ক্রিকেটারদের ফিটনেস দেখেও অবাক হয়েছেন কার্স্টেন। ক্রিকেটীয় দক্ষতাতেও অন্য দলগুলোর চেয়ে পিছিয়ে তারা। বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে পাকিস্তানের বিদায়ে এই কারণগুলোই উল্লেখ করেছেন তিনি। ভবিষ্যতে যাদের ফিটনেস শতভাগ থাকবে না আর যারা দল হয়ে খেলতে পারবে না তাদের দলে রাখতে চান না কার্স্টেন।
কার্স্টেনের এমন ক্ষোভের খবর ‘জিও নিউজের’ উদ্ধৃতি দিয়ে প্রকাশ করেছে পিটিআই। আবার পিটিআইয়ের বরাতে খবরটি প্রকাশ করেছে শীর্ষ সারির ভারতীয় সব গণমাধ্যম। সেই খবর জেনে কার্স্টেনকে পদত্যাগের পরামর্শ দিলেন ভারতীয় সাবেক ক্রিকেটার হরভজন সিং। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনও জানিয়েছেন বিস্ময়।
হরভজন এক্স’এ লিখেছেন, ‘‘সময় নষ্ট করো না গ্যারি। চাকরিটা ছেড়ে ভারতের দায়িত্ব নাও।’’ মাইকেল ভন লিখেছেন, ‘‘খুবই কঠোর তবে আমার মনে হয় সত্যিটা তুলে ধরেছে কার্স্টেন।’’