নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার থেকে লাগা আগুনে নারী-শিশুসহ নয়জন দগ্ধ হয়েছে। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার সকালে ক্যাম্পের ৮১ নম্বর ক্লাস্টারে এ দুর্ঘটনা ঘটে।
নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. নাহিদ হাসান জানান, আহতদের বেশিরভাগের শরীরেই ৫০ শতাংশের বেশি স্থান পুড়ে গেছে।
ভাসানচর থানার এস আই নূর হোসেন জানান, সকাল সাড়ে ৮টার দিকে রোহিঙ্গা ক্যাম্পের ৮১ নম্বর ক্লাস্টারে সফি আলম নামে এক বাসিন্দা তাদের ব্যবহৃত সিলিন্ডারে গ্যাস নেওয়ার জন্য খালি করছিলেন। এতে সিলিন্ডারের তলানীতে থাকা গ্যাস পুরো বাসায় ছড়িয়ে পড়ে। ওই সময় পাশে সানজিদা নামে আরেক বাসিন্দা রান্না করছিলেন। বাতাসের সঙ্গে গ্যাস ছড়িয়ে পড়ায় সেখানে আগুন ধরে যায়। এক পর্যায়ে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে পাঁচ শিশু, দুজন করে নারী ও পুরুষ আহত হয়।
আহতদের সকাল সাড়ে ৯টার দিকে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে চিকিৎসার জন্য জেলা সদরে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।