Beta
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

গম্ভীরই কোচ হচ্ছেন ভারতের, শুভকামনা কুম্বলের

্‌্‌্‌্‌্‌্‌্‌্‌২২২২২২২২
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

দাপটে সুপার এইট নিশ্চিত করেছে ভারত। বিশ্বকাপ শিরোপার অন্যতম ফেবারিটও তারা। তবে বিশ্বকাপ শেষে কোচের দায়িত্ব ছাড়ছেন রাহুল দ্রাবিড়। ভারতীয় ক্রিকেট বোর্ডও বসে নেই। নতুন কোচ চেয়ে বিজ্ঞপ্তি দেয় তারা। তাতে ভুয়া নাম জমা পড়ে শত শত।

তাদের মাঝে সত্যিকারের প্রার্থী ছিলেন গৌতম গম্ভীর। ‘ইন্ডিয়া টুডে’ জানিয়েছে আজ  ক্রিকেট অ্যাডভাইসারি কমিটির সামনে উপস্থিত হবেন তিনি। তার সাক্ষাৎকার শুরু হবে স্থানীয় সময় দুপুর ১২টার পর।

ভারতীয় শীর্ষ একটি সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী, গম্ভীরই একমাত্র আবেদন করেছিলেন কোচের পদের জন্য। প্রথম দিকে অনেক বিদেশি কোচের নাম ভাসলেও গম্ভীর বোর্ডের প্রথম পছন্দ। দ্রাবিড়ের জুতোয় তার পা গলানো শুধু সময়ের অপেক্ষা।

গম্ভীর জাতীয় দলের অধিনায়কত্ব করার পাশাপাশি অধিনায়ক হিসেবে আইপিএল জিতিয়েছেন কলকাতাকে। এবার মেন্টর হয়েও জিতিয়েছেন শিরোপা। তাই ফাইনালের দিনই বিসিসিআই সেক্রেটারি জয় শাহর সঙ্গে গম্ভীরের উষ্ণ সময় কাটানোটা চোখে পড়েছিল অনেকের। সেদিনই আলোচনা অনেকটা সেরে রেখেছিলেন জয় শাহ।

গম্ভীর যে কোচ হচ্ছেন তা নিশ্চিত ভারতীয় সাবেক অধিনায়ক ও কোচ অনিল কুম্বলে। তাকে শুভেচ্ছা জানিয়ে স্টার স্পোর্টসে দেওয়া সাক্ষাৎকারে বোর্ডকে সময় দিতে বললেন কুম্বলে, ‘‘আপনাদের ওকে সময় দিতে হবে। গম্ভীর অবশ্যই এই দল পরিচালনার ক্ষমতা রাখে। অধিনায়ক আর মেন্টর হিসেবে ওকে দল পরিচালনা করতে দেখেছি আমরা। তবে ভারতের কোচের পদের ব্যাপারটা কিছুটা আলাদা, এজন্য ওকে সময় দিতে হবে।’’

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত