Beta
শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
Beta
শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

মানববৈষম্য নিয়ে গাজী রাকায়েতের ‘নিখাই’ ফের মঞ্চে

গাজী রাকায়েত, অভিনেতা, নির্মাতা, থিয়েটার, মঞ্চনাটক, নাটক, টেলিভিশন
গাজী রাকায়েত
[publishpress_authors_box]

দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের সরগরম নাটক পাড়া। নতুন নতুন নাটকে দর্শক ও থিয়েটারকর্মীদের উপস্থিতিতে জমে উঠেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গন। সেই স্রোতের ধারাবাহিকতায় ২৬ অক্টোবর একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হতে যাচ্ছে গাজী রাকায়েতের রচনা ও নির্দেশনায় নাটক ‘নিখাই’। নাট্যদল ‘থিয়েটার’-এর এটি ৩৪তম প্রযোজনা।

গল্পটা বৃটিশ শাসনামলে একটা স্টীমার ঘাটকে নিয়ে। বিভিন্ন ধরনের লোকের আনাগোনা সেখানে । স্থায়ীভাবে কেউই থাকে না ঘাটে। কিন্তু এক বৃদ্ধ দশ বছর ধরে এই ঘাটকে আঁকড়ে পড়ে আছে। রাতবিরাতে আর কেউ না থাকলেও এই বৃদ্ধকে পাওয়া যায়।

একদিন হঠাৎ মাঝরাতে এক ইংরেজ দারোগা তার স্ত্রীকে নিয়ে হাজির। নদী পার হওয়া ভীষণ জরুরী । কিন্তু কোন মাঝি-মাল্লা না পাওয়ায় অপেক্ষা করতে হয় তাদের । তারপরই এক এক করে ঘটতে থাকে নানা ঘটনা । বেরিয়ে আসে একজন মানুষের জন্মের ইতিহাস।

নিখাই, গাজী রাকায়েত, অভিনেতা, নির্মাতা, থিয়েটার, মঞ্চনাটক, নাটক
‘নিখাই’ মঞ্চে গাজী রাকায়েতের ষষ্ঠ নির্দেশনা।

নাটকটি প্রসঙ্গে গাজী রাকায়েত বলেন “নরহত্যা অথবা পৃথিবীতে ধ্বংসাত্মক কার্যকলাপ করা ব্যতীত, যদি কেউ কাউকে হত্যা করে, তবে বিবেচনা করা হবে সে সমগ্র মানব জাতিকেই হত্যা করল । আর কেউ কারো প্রাণ রক্ষা করলে বিবেচনা করা হবে সে পৃথিবীর সকল মানুষের প্রাণ রক্ষা করল । এটা আমার কথা নয়, ধর্মের কথা। যখন কেউ পানিতে ডুবে মারা যাচ্ছে, তখন কি তাকে বাঁচানোর আগে পরীক্ষা করে দেখতে হবে সে হিন্দু, খ্রিষ্টান না মুসলমান? এরকম উল্লেখ কিন্তু কোথাও নেই । শুধু ইসলামেই নয় সব ধর্মেই মানুষকে প্রাধান্য দেয়া হয়েছে সবার উপরে। অথচ মানুষ আজ খণ্ডে খণ্ডে বিভক্ত। এই বিভক্তি ধর্মের কারণে নয়, মানুষ তার নিজের স্বার্থেই ধর্মকে ব্যবহার করে এই বিভক্তি টেনে এনেছে।

“আজ পৃথিবীতে দেশে দেশে জাতিতে জাতিতে যে দ্বন্দ্ব সেটা এই বিভক্তিকে কেন্দ্র করেই। এই বিভক্তি মানবজাতিকে মহাপ্রলয়ের দিকে নিয়ে যাচ্ছে। শুধু ধর্মে ধর্মে নয়, একই ধর্মের মধ্যে মানুষে মানুষে যে ব্যবধান সেটাও ভয়াবহ! পৃথিবীকে বাঁচাতে হলে মানুষের সাথে মানুষের যে ব্যবধান সেটাকে ঘুচাতে হবে- এর কোন বিকল্প নেই।”

নন্দিত নির্মাতা ও অভিনেতা গাজী রাকায়েতের মঞ্চে এটি ষষ্ঠ নির্দেশনা।

“টেলিভিশন ও চলচ্চিত্রে আমার মৌলিক রচনা নিয়ে অনেক কাজ হয়েছে। এর আগে আমার বিভিন্ন নাটক রূপান্তর ও নাট্যরূপ হিসেবে মঞ্চে এসেছে। কিন্তু মৌলিক রচনা হিসাবে এবারই প্রথম। মানব বৈষম্যকে নিয়ে মঞ্চে কাজ করার প্রবল একটা ইচ্ছা আমার ছিল। থিয়েটার আমাকে সেই সুযোগটি করে দেয়ায় আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ,” তিনি বলেন।

২৬ অক্টোবর সন্ধ্যা সাতটায় জাতীয় নাট্যশালার মূল হলে নাটকটি প্রদর্শিত হবে বলে জানিয়েছে থিয়েটার। চলছে অগ্রীম টিকিটের বুকিং।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত