Beta
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

অবশেষে মুমিনুলের ব্যাটে রান

প্রাইম ব্যাংককে অল্প রানে আটকে উল্লসিত গাজীর ক্রিকেটাররা। ছবি : রিমার্ক হারলান
প্রাইম ব্যাংককে অল্প রানে আটকে উল্লসিত গাজীর ক্রিকেটাররা। ছবি : রিমার্ক হারলান
[publishpress_authors_box]

ভারতের বিপক্ষে কানপুর টেস্টে সেঞ্চুরির পর মাত্র তিনটি ফিফটি ইনিংস। দক্ষিণ আফ্রিকার সঙ্গে ৮২, উইন্ডিজের সঙ্গে ৫০ ছাড়া রাজশাহী বিভাগের সঙ্গে চট্টগ্রামের হয়ে করেছিলেন ৫২।

এই তিন ইনিংস ছাড়া গত ১৭ ইনিংসে রানের দেখা নেই মুমিনুল হকের ব্যাটে। দেশের এক নম্বর টেস্ট ব্যাটারের এমন রান খরা চিন্তায় ফেলেছিল সবাইকে। সামনেই টেস্ট মৌসুম শুরু হবে বাংলাদেশের। তার আগে মুমিনুলের এমন ফর্ম কেন!

অবশেষে রানের দুশ্চিন্তা কেটেছে মুমিনুলের। ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে বিকেএসপিতে আবাহনীর হয়ে সেঞ্চুরি ছোঁয়া ইনিংস খেলেছেন। তার ৭৪ কবলে ৪টি ছক্কা ও ৭ চারে করা ৯২ রানে ৮ উইকেটে ৩১০ রান করেছে আবাহনী।

এছাড়া মোহাম্মদ মিঠুন ৭১, মোসাদ্দেক ২৩, মাহফুজুর রহমান রাব্বি ২৮* ও রাকিবুল ২২ রান করেন। জবাবে ব্রাদার্সের মাইশুকুরের ৮৪ রান ছাড়া বাকিরা বড় স্কোর করতে ব্যর্থ হওয়ায় আবাহনী সহজ জয় পায়।

মাত্র ৮৯ তে অলআউট প্রাইম ব্যাংক

এদিকে বিকেএসপির অপর মাঠে তারকা ভরপুর প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে মাত্র ৮৯ রানে আলআউট করেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। বিপক্ষকে অল্প রানে বেঁধে ফেলায় নিজেরা মাত্র ১৮৩ রান করলেও ম্যাচ জিতেছে ৯৪ রানে।

গাজীর এনামুল বিজয় ৪৮, আমিনুল বিপ্লব ৩৫ ও আবদুল গাফফারের ২৪ রানরে ছোট ইনিংসগুলো দলটিকে কোনরকমে দুইশোতে পৌঁছে দেয়। পরে প্রাইম ব্যাংককে স্পিন ফাঁদে ফেলে ম্যাচ জিতেছে গাজী।

গাজরি স্পিনারদের সামলাতে না পেরে নাঈম শেখ ১৫, জাকির হাসান ১১, শাহাদাত হোসেন দিপু ১২, ইরফান সুক্কুর ২, শামীম হোসেন ৪ ও রিশাদ হোসেন ২১ রানে আউট হন। বড় স্কোর না থাকায় অল্প রানও টপকাতে পারেনি প্রাইম।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত