Beta
রবিবার, ১৪ জুলাই, ২০২৪
Beta
রবিবার, ১৪ জুলাই, ২০২৪

গাজীপুরে অগ্নিদগ্ধ ১৯ জন সংকটাপন্ন

শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ফাইল ছবি
শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ফাইল ছবি
Picture of প্রতিবেদক, সকাল সন্ধ্যা

প্রতিবেদক, সকাল সন্ধ্যা

গাজীপুরে গ্যাস সিলিন্ডার থেকে ঘটা অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ১৯ জনের অবস্থাই সংকটাপন্ন।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম শনিবার এই তথ্য সকাল সন্ধ্যাকে জানিয়েছেন।

তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হওয়া ৩৬ জনের মধ্যে ৩২ জন এ হাসপাতালে ভর্তি হয়েছিল। তাদের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে, আর একজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

“হাসপাতালে থাকা ২৯ জনের মধ্যে বর্তমানে ১৯ জনের অবস্থা সংকটাপন্ন।”

এর আগে শুক্রবার ৪৫ বছরের সোলাইমান মোল্লার মৃত্যু হয়, তার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। শনিবার সকালে মৃত্যু হয় মনসুর নামের একজনের। তার দেহের শতভাগ পোড়া ছিল বলে জানান ডা. তরিকুল। ২৪ বছরের আজিজুল হককে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে গত বৃহস্পতিবার।

এর আগে গত বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন জানিয়েছিলেন, ভর্তি হওয়া ৩২ জনের কেউ শঙ্কামুক্ত নন।

দগ্ধদের মধ্যে ১০ বছর বয়সী শিশু রয়েছে সাতজন আর ১১ থেকে ১৮ বছর বয়সী ছয়জন।

ডা. সামন্ত লাল বলেছিলেন, শিশুদের শরীরের ১০ শতাংশ পুড়লেই গুরুতর বলে ধরে নেওয়া হয়। আর তাদের মধ্যে ১৬ জনের বেশি ব্যক্তির ৫০ শতাংশের বেশি পুড়েছে। ১০ জনের বেশি ব্যক্তির ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। দগ্ধ সবার অবস্থাই খারাপ। সবারই শ্বাসনালি পুড়ে গেছে।

গত বুধবার সন্ধ্যায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় গ্যাসে আগুন লেগে এই ৩৬ জন দগ্ধ হন।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত