Beta
সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
Beta
সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

বিদায়ী অর্থবছরের তৃতীয় প্রান্তিকে জিডিপির প্রবৃদ্ধি ৬.১২%

ss-GDP-Growth-index-090724
[publishpress_authors_box]

সদ্য বিদায়ী ২০২৩-২৪ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ১২ শতাংশ।

মঙ্গলবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জিডিপির ত্রৈমাসিক প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে এ তথ্য পাওয়া গেছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরামর্শ অনুযায়ী বিবিএস গত অর্থবছরের প্রথম প্রান্তিক থেকে প্রথমবারের মতো ত্রৈমাসিক ভিত্তিতে জিডিপির হিসাব করা শুরু করেছে।

সেই হিসাবে এ নিয়ে গত অর্থবছরের প্রথম তিন প্রান্তিকের প্রবৃদ্ধির চিত্র পাওয়া গেল।

এর আগে প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ৬ দশমিক শূন্য ১ শতাংশ এবং দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) ৩ দশমিক ৭৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল।

এর আগে গত ২১ মে বিবিএস জানুয়ারি মাস পর্যন্ত সাত মাসের প্রাক্কলন অনুযায়ী পুরো অর্থবছরে জিডিপির ৫ দশমিক ৮২ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল।

এর আগে ২০২২-২৩ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) জিডিপির প্রবৃদ্ধি হয়েছিল ২ দশমিক ৩০ শতাংশ। তবে তখন প্রকৃত উপাত্ত হিসাবে নেওয়া হতো না।

বিদায়ী অর্থবছরে সরকার ৭ দশমিক ৫ শতাংশ জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা গ্রহণ করেছিল।

প্রতিবেদনে দেখা যায়, গত অর্থবছরের তৃতীয় প্রান্তিকে শিল্প, সেবা ও কৃষি- সব খাতেই প্রবৃদ্ধি বেড়েছে। সবচেয়ে বেশি ৭ দশমিক শূন্য ৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে শিল্প খাতে। এছাড়া কৃষি খাতে ৫ দশমিক ৪৬ শতাংশ ও সেবা খাতে ৪ দশমিক ৯৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

গত জানুয়ারি-মার্চ প্রান্তিকে স্থির মূল্যে জিডিপিতে যুক্ত হয়েছে ৮ লাখ ৬৩ হাজার ২০০ কোটি টাকা।

বিবিএসের সংশ্লিষ্ট উইংয়ের একজন কর্মকর্তা সকাল সন্ধ্যাকে বলেন, “সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমরা গত অর্থবছরের প্রথম প্রান্তিক থেকে ত্রৈমাসিক জিডিপির হিসাব প্রাক্কলন করে আসছি।

“জিডিপির ত্রৈমাসিক হিসাবে রিয়েল ড্যাটা (প্রকৃত উপাত্ত) ধরে করা হয়। আর বাৎসরিক প্রাক্কলন প্রতিবেদন তৈরি করা হয় অনুমানের ভিত্তিতে। সে হিসাবে জিডিপির ত্রৈমাসিক প্রতিবেদন অনেকটাই চূড়ান্ত বলে ধরে নেওয়া যায়।”  

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত