Beta
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

জর্জিয়ায় বোমা আতঙ্কে বাড়ল ভোটের সময়

vote-georgia
[publishpress_authors_box]

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে অনেক অঙ্গরাজ্যে ভোটদান ইতোমধ্যে শেষ হলেও জর্জিয়ায় এখনও চলছে ভোট। এর মধ্যে বোমা আতঙ্কের কারণে গুরুত্বপূর্ণ এই অঙ্গরাজ্যটির বেশ কয়েকটি ভোটকেন্দ্রে ভোটদানের সময় বাড়ানো হয়েছে।

জর্জিয়ার সেক্রেটারি অব স্টেট ব্রাড রাফেন্সপার্গার জানিয়েছেন, মোট ১৫টি ভোটকেন্দ্রে ভোটদানের সময় বাড়ানো হয়েছে। এর মধ্যে বোমা আতঙ্কের কারণে ১২টিতে এবং ‘স্বাভাবিক কারণে’ তিনটিতে সময় বাড়ানো হয়েছে।

১২টি স্থানে বোমা হামলার হুমকির সবগুলোই রাশিয়া থেকে এসেছে বলে প্রতীয়মান হওয়ার কথাও নিশ্চিত করেছেন রাফেন্সপার্গার।

তিনি বলেন, “এফবিআই জানে এটি (হুমকি) কোথা থেকে আসছে। তবে আমরা জননিরাপত্তার স্বার্থে নিশ্চিত করতে চাই যাতে এই হুমকি কারও ভোটদানে বাধা হয়ে না দাঁড়ায়।”

জর্জিয়ার শীর্ষ নির্বাচন কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, জর্জিয়ায় এখন পর্যন্ত ৫২ লাখের বেশি মানুষ ভোট দিয়েছে, যা একটি রেকর্ড। এর আগে সেখানে এত ভোট পড়ার নজির নেই।

এদিকে বিবিসি জানিয়েছে, জর্জিয়ায় ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের চেয়ে প্রায় ৩ শতাংশ পয়েন্ট ব্যবধানে এগিয়ে আছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এখনও শহরাঞ্চলের ভোট বাকি রয়েছে। এই রাজ্যে কমলাকে জিততে হলে শহরাঞ্চলের বেশিরভাগ ভোটই পেতে হবে তাকে।

জর্জিয়ার নতুন আইন অনুযায়ী, কাউন্টিগুলোতে ভোট শেষ হওয়ার এক ঘণ্টার মধ্যেই তাদের ফল জানাতে হয়।

এতে রাজ্যের ভোটের ফল আগের চেয়ে আরও দ্রুত পাওয়া যাবে জানিয়ে রাফেন্সপার্গার বলেন, “এটি আগের তুলনায় অনেক দ্রুত হবে এবং আমরা মনে করি এটি একটি ভালো বিষয়।”

জর্জিয়া অঙ্গরাজ্যে মোট ইলেকটোরাল ভোট আছে ১৬টি। এই রাজ্যে সবমিলিয়ে যে প্রার্থী বেশি ভোট পাবে, এই ১৬ ইলেকটোরাল ভোটও তার ঝুলিতে যাবে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত