জর্জিয়া ২ : ০ পর্তুগাল
তুরস্ক ২ : ১ চেক প্রজাতন্ত্র
খিচা কাভারাস্কেইয়াকে অনেক আগে থেকে নাপোলি ভক্তরা ডাকেন ‘কাভারাডোনা’ বা নতুন ম্যারাডোনা। তিন দশক পর নাপোলির সিরি ‘এ’ জয়ের অন্যতম এই নায়ক আবার ক্রিস্তিয়ানো রোনালদোর ভক্ত। ইউরোয় জর্জিয়ার বিপক্ষে ম্যাচের আগে রোনালদো দেখাও করেন তার ভক্ত খিচা কাভারাস্কেইয়ার সঙ্গে। জানান শুভকামনা।
সেই খিচা কাভারাস্কেইয়া ম্লান করলেন রোনালদোর দল পর্তুগালকে। তার দ্যুতিতে ২-০ গোলে জিতে ইউরোর অন্যতম অঘটনের জন্ম দিল জর্জিয়া। এবার ইউরো খেলতে আসা দলগুলোর মধ্যে র্যাঙ্কিয়ে সবচেয়ে পিছিয়ে থাকা জর্জিয়া প্রথমবার খেলতে এসেই নাম লেখাল শেষ ষোলোতে। অপর ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে নকআউট নিশ্চিত করেছে তুরস্কও। ২০০৮ সালের পর প্রথমবার শেষ ষোলোর টিকিট পেল তারা।
এই গ্রুপ থেকে পর্তুগাল চ্যাম্পিয়ন, তুরস্ক রানার্সআপ আর জর্জিয়া নকআউটে গেছে সেরা তৃতীয় দলের একটি হয়ে। পর্তুগাল ও তুরস্কের পয়েন্ট সমান ৬ আর জর্জিয়ার ৪।
টানা দুই ম্যাচ জিতে গ্রুপ সেরা নিশ্চিত হওয়ায় পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ সেরা একাদশের ৮ জনকে বিশ্রাম দিয়েছিলেন জর্জিয়ার বিপক্ষে। একাদশে ছিলেন অবশ্য রোনালদো। তার সামনে দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় জর্জিয়া। মাঝমাঠের কাছাকাছি বল পেয়ে গিওর্গে মিকাওতাদজে একটু এগিয়ে দিয়েছিলেন কাভারাস্কেইয়াকে। দারুণ ফিনিশিংয়ে বল জালে জড়ান এই রোনালদো ভক্ত।
১৬ মিনিটে রোনালদোর দুর্দান্ত এক ফ্রি কিক ঠেকান জর্জিয়ার গোলরক্ষক। আক্রমণ-প্রতিআক্রমণে জমে ওঠা ম্যাচে জর্জিয়া ব্যবধান দ্বিগুণ করে ৫৭ মিনিটে গিওর্গে মিকাওতাদজের পেনাল্টিতে। আন্তোনিও সিলভা বক্সে লুকা লোশোভিলিকে ফাউল করলে ভিএআর চেকের পর পেনাল্টি পায় জর্জিয়া।
ম্যাচ শেষে রোনালদোর সঙ্গে জার্সি বদল করে খিচা কাভারাস্কেইয়া বলেন, ‘‘জর্জিয়ার ফুটবলের সেরা দিন আজ। আমরা ইতিহাস গড়ে শেষ ষোলোতে পৌঁছেছি। কেউ বিশ্বাস করেনি আমরা পর্তুগালকে হারাতে পারব। ম্যাচের আগে রোনালদো এসেছিল আমার সঙ্গে কথা বলতে। কখনও ভাবিনি তার সঙ্গে এভাবে কথা হবে। রোনালদো আমাকে শুভকামনা জানিয়েছে, এজন্যই সে কিংবদন্তি। ম্যাচ শেষে তার জার্সি পেয়েছি আমি।’’
নাপোলিকে সিরি ‘এ’ জেতানোর চেয়ে জর্জিয়াকে শেষ ষোলোয় পৌঁছে দেওয়াটাও এগিয়ে রাখলেন তিনি, ‘‘নাপোলির হয়ে সাফল্যটা অসাধারণ ছিল। দেশের হয়ে যখন সাফল্য পাবেন তখন এর চেয়ে গর্বের আর কিছু নেই।’’
অপর ম্যাচে ২০ মিনিটেই লাল কার্ড দেখেছিলেন চেক প্রজাতন্ত্রের আন্তোনিন বারাক। ১০ জনের দলকে পেয়ে ৫১ মিনিটে হাকান কালহানোগলুর গোলে এগিয়ে যায় তুরস্ক। ৬৬ মিনিটে চেক প্রজাতন্ত্রকে সমতায় ফেরান টমাস সুচেক।
ইনজুরি টাইমের চতুর্থ মিনিটে জেঙ্ক তোসুনের গোলে শেষ ষোলো নিশ্চিত হয় তুরস্কের। ম্যাচের শেষ বেলায় টমাস করি লাল কার্ড দেখলে ৯ জনের দলে পরিণত হয়েছিল চেক প্রজাতন্ত্র।