Beta
বুধবার, ২৬ মার্চ, ২০২৫
Beta
বুধবার, ২৬ মার্চ, ২০২৫

জর্জিয়াকে হারিয়ে জার্মানির সামনে স্পেন

২২২২২২২২২২২২
[publishpress_authors_box]

স্পেন ৪ : ১ জর্জিয়া

এবারের ইউরোর দলগুলোর মধ্যে র‌্যাঙ্কিয়ে সবচেয়ে পিছিয়ে জর্জিয়া। প্রথমবার ইউরো খেলতে এসে অবশ্য সাহসী ফুটবলে মুগ্ধই করেছে তারা। গ্রুপে হারিয়ে দিয়েছিল ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগালকে।

কোলনে শেষ ষোলোর ম্যাচটিতে শুরুতে গোল করে চমকে দিয়েছিল স্পেনকেও। তবে একবারের বিশ্বচ্যাম্পিয়ন আর তিনবারের ইউরোজয়ী স্পেন ঘুরে দাঁড়ায় প্রবলভাবে। শেষ পর্যন্ত সুন্দর ফুটবলের পসরা সাজিয়ে জিতে ৪-১ গোলে। এই জয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন পেল স্বাগতিক জার্মানিকে, যে ম্যাচটা অনায়াসে হতে পারত ফাইনালও। দুই দলই ইউরো জিতেছে তিনবার করে। অথচ সেমিফাইনালের আগেই ছিটকে যাবে একটা দল।

আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ার পর রদ্রির গোলে সমতা ফেরায় স্পেন। এরপর  ফাবিয়ান রুইস, নিকো উইলিয়ামস ও দানি ওলমোর গোলে মাঠ ছাড়ে বড় জয়ে। প্রায় ৭৫ শতাংশ বল দখলে রেখে পোস্টে ৩৫টি শট নিয়েছিল স্পেন, লক্ষ্যে ছিল ১৩টি। জয়টা আরও বড় ব্যবধানে না হওয়াই তাই হতাশ হতেই পারে তারা।

১৮ মিনিটে রবিন লে নরমান্দের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়েছিল স্পেন। জর্জিয়ার কাকাবাদজের ক্রস বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে দেন তিনি। গ্রুপ পর্বে তিন ম্যাচে পাঁচ গোল করে জাল অক্ষত রাখলেও নকআউটে আর পারল না তারা।

এরপর থেকে ব্যস্ততা বাড়তে থাকে জর্জিয়ার গোলরক্ষক জর্জি মামারদাশভিলির। প্রথম ১০ মিনিটেই দুটি সেভ করা এই গোলরক্ষকই হয়ত ম্যাচের সবচেয়ে ব্যস্ত খেলোয়াড়! ৩৯ মিনিটে উইলিয়ামসের কাটব্যাক বক্সের মুখে পেয়ে নিচু শটে সমতা ফেরান রদ্রি।

৫১ মিনিটে লামিনে ইয়ামালের ক্রস থেকে স্পেনকে এগিয়ে দেন ফাবিয়ান রুইস। ৭৫ মিনিটে সেই রুইসের পাসে ব্যবধান ৩-১ করেন  উইলিয়ামস। ৮৩ মিনিটে মিকেল ওইয়ারসাবালের পাস থেকে শেস গোলটি দানি ওলমোর।

ম্যাচ হারলেও জর্জিয়ার কোচ উইলি স্যাগনল খুশি দলের পারফর্ম্যান্সে, ‘‘গত এক মাসে ছেলেরা যা করেছে তাতে আমি গর্বিত।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত