জার্মানির জোলিঙ্গেন শহরের ৬৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি সঙ্গীত উৎসবে দুর্বৃত্তের ছুরি হামলায় তিনজন নিহত হয়েছে।
এই হামলায় আহত হয়েছেন আরও ৮ জন। তাদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর।
শুক্রবার স্থানীয় সময় রাত পৌনে ১০টার দিকে জার্মানির পশ্চিমাঞ্চলের শহরটিতে এ হামলার ঘটনা ঘটে। সঙ্গীত উৎসবটি শুক্রবার শুরু হয়ে রবিবার শেষ হওয়ার কথা ছিল।
শহরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বিপণি বিতান প্রাঙ্গণে উন্মুক্ত ব্যান্ড কনসার্টের আয়োজন করা হয়েছিল।
এই হামলার দায়ে দেশটির পুলিশ এখনও কাউকে শনাক্ত বা আটক করতে পারেনি। হামলাকারী একজনই ছিল বলে জানা গেছে।
শনিবার সকালে জার্মান পুলিশ এক বিবৃতিতে বলেছে, তারা এখনও অজানা আততায়ীর সন্ধান করছে।
বিবৃতিতে বলা হয়, “হামলায় আহত এবং প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ বর্তমানে একটি বড় টিম নিয়ে অপরাধীকে খুঁজছে।”
জার্মান সংবাদপত্র ‘বিল্ড’ জানিয়েছে, উৎসবে উপস্থিত লোকজনের ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত করে এক দুর্বৃত্ত এই হামলা চালায়।
জোলিঙ্গেন শহরটি জার্মানির উত্তর রাইন-ওয়েস্টফেলিয়া রাজ্যে অবস্থিত। শহরটির সঙ্গে নেদারল্যান্ডসের সীমান্ত রয়েছে। এটি জার্মানির অন্যতম জনবহুল শহর।
রাজ্যটির স্বরাষ্ট্রমন্ত্রী হার্বার্ট রেউল বলেছেন, মানুষ হত্যার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে। তবে হামলার কারণ সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি।
জার্মানিতে প্রাণঘাতী ছুরি ও বন্দুক হামলার ঘটনা খুব কমই ঘটে। সর্বশেষ গত জুনে একটি ছুরি হামলার ঘটনাটি ঘটেছিল।
ম্যানহেইম শহরে ডানপন্থীদের বিক্ষোভের সময় ওই ছুরি হামলায় ২৯ বছর বয়সী তরুণ এক পুলিশ সদস্য মারা যান।
তার আগে ২০২১ সালে জার্মানির একটি ট্রেনে ছুরি হামলায় কয়েকজন আহত হয়েছিলেন।
তথ্যসূত্র: রয়টার্স, বিবিসি ও আল জাজিরা