Beta
রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
Beta
রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

জাবি জাদুতে লেভারকুজেনের ট্রেবল

t6y
[publishpress_authors_box]

নিজেদের ইতিহাসে এতদিন কেবল দুটি শিরোপা জিতেছিল বেয়ার লেভারকুজেন। ১৯৯৩ সালের পর থেকে ছিল শিরোপাহীন। তাই তাদের নামই হয়ে যায় ‘নেভারকুজেন’।

জার্মান সেই ক্লাব কেবল ২০২৪ সলেই জিতল তৃতীয় শিরোপা। নতুন কোচ জাবি আলন্সোর জাদুতে ঘরোয়া তিন শিরোপার তিনটাই জিতল তারা। অপরাজিত থেকে বুন্দেসলিগা আর জার্মান কাপ জয়ের পর কাল ১০ জন নিয়েই জিতল জার্মান সুপার কাপ।

স্টুটগার্টের বিপক্ষে ৩৭ মিনিটে লাল কার্ড দেখেছিলেন মার্টিন টেরির। বাকি সময়টা ১০ জন নিয়ে খেলে লেভারকুজেন শেষ করে ২-২ সমতায়। এরপর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে ঘরোয়া ট্রেবল নিশ্চিত করে জাবির দল।

১১ মিনিটে ভিক্তর বনিফেস এগিয়ে নিয়েছিলেন লেভারকুজেনকে। চার মিনিট পরই এনজো মিলতে সমতা ফেরান স্টুটগার্টের হয়ে। ৩৭ মিনিট জঘন্য ফাউলে মার্টিন টেরি সরাসরি লাল কার্ড দেখলে ১০ জনে পরিণত হয় জাবির দল।

৬৩ মিনিটে দেনিজ উনদাভের গোলে এগিয়ে যায় স্টুটগার্ট। কখনই হাল না ছাড়া লেভারকুজেন ম্যাচ শেষের দুই মিনিট আগে সমতায় ফিরে পিটার শিকের লক্ষ্যভেদে। গত মৌসুমে লিগেও শেষ দিকে একাধিক ম্যাচে গোল করে লেভারকুজেনের ত্রাতা ছিলেন শিক।

 এরপর টাইব্রেকারে মাথা ঠান্ডা রেখে বাজিমাত লেভারকুজেনের।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত