Beta
শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
Beta
শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

আন্তর্জাতিক ফুটবল ছাড়লেন জার্মানির নয়ার

জার্মানির জার্সিতে আর খেলবেন না মানুয়েল নয়ার। ছবি: টুইটার
জার্মানির জার্সিতে আর খেলবেন না মানুয়েল নয়ার। ছবি: টুইটার
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

দিনকয়েক আগে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন ইকেই গুন্ডোয়ান। তার আগে সব ধরনের ফুটবল থেকে অবসর নিয়েছেন টনি ক্রুস। জার্মানিতে অবসরের মিছিল চলছেই। এবার আন্তর্জাতিক ফুটবলের ইতি টানলেন মানুয়েল নয়ার।

জার্মানির জার্সিতে বিশ্বকাপ জেতা এই গোলকিপার ১২৪ ম্যাচ খেলে অবসরে গেলেন। ২০০৯ সালে জাতীয় দলে অভিষেকের পর আটটি মেজর প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করেছেন। জার্মানির ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপার হিসেবে আন্তর্জাতিক ফুটবলের ইতি টানলেন তিনি।

বুধবার (২১ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিও বার্তায় অবসরের ঘোষণা দিয়েছেন নয়ার, “(অবসরের) সিদ্ধান্তটা মোটেও সহজ ছিল না। শারীরিকভাবে আমি খুব ভালো অবস্থানে আছি। ২০২৬ সালের ‍যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোর বিশ্বকাপ আমার জন্য আকর্ষণীয় ছিল। তবে আমার মনে হয়েছে ভবিষ্যতের জন্য সরে দাঁড়ানোটাই সঠিক সিদ্ধান্ত।”

এই ঘোষণায় ২০২৪ সালের ইউরোতে স্পেনের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের লড়াই হয়ে থাকল তার আন্তর্জাতিক ফুটবলের সর্বশেষ ম্যাচ।

৩৮ বছর বয়সী এই গোলকিপার ২০১৪ সালে জিতেছেন বিশ্বকাপ। ব্রাজিলের আসরে অতিরিক্ত সময়ে গড়ানো ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়েছিল জার্মানরা। ওই ম্যাচে গোলবারের নিচে দাঁড়িয়েছিলেন নয়ার।

২০১৮ সালের বিশ্বকাপের আগে জার্মানির অধিনায়ক নির্বাচিত হয়েছিলেন বায়ার্ন মিউনিখ গোলকিপার। এ বছরের শুরুতে গুন্ডোয়ানের অধিনায়ক হওয়ার আগপর্যন্ত এই দায়িত্ব সামলেছিলেন তিনি। দিনকয়েক আগে গুন্ডোয়ানও জার্মানিকে বিদায় বলেছেন। এর আগে ইউরো চ্যাম্পিয়নশিপ দিয়ে ফুটবল ছেড়েছেন ক্রুস।

আন্তর্জাতিক ফুটবল ছাড়লেও ক্লাব ফুটবল চালিয়ে যাবেন নয়ার। বায়ার্ন মিউনিখের সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত নতুন করেছেন তিনি।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত