টুইটারে এক ফুটবল সমর্থক লিখেছেন, ‘‘পাগলামি হচ্ছে আফ্রিকান নেশনস কাপে’’। আরেক জন লিখেছেন, ‘‘যে কোন টুর্নামেন্টের সেরা গ্রুপ পর্ব’’।
খুব ভুল বলেননি সমর্থকরা। শেষ ষোলয় এক পা দিয়ে রেখেছিল ঘানা। সোমবার মোজাম্বিকের বিপক্ষে ৯০ মিনিট পর্যন্ত তারা এগিয়ে ২-০ গোলে। ম্যাচটা জিতলেই তারা যেত আফ্রিকান নেশনস কাপের নকআউটে। কিন্তু ইনজুরি টাইমে ঘানার জালে বল জড়াল দুইবার!
তিন মিনিটের ব্যবধানে ২ গোল করে ম্যাচ ২-২ সমতায় শেষ করে মোজাাম্বিক। তাতে গ্রুপ ‘বি’তে ঘানা পিছিয়ে পড়ে তিন নম্বরে। সেরা তিনে থাকলেও নকআউটের একটা সুযোগ আছে। সেক্ষেত্রে ছয়টি তৃতীয় হওয়া দলের মধ্যে সেরা চারে থাকতে হবে।
গোলগড়ে আপাতত ঘানা আছে ৫ নম্বরে। অনেক অঙ্ক পক্ষে গেলেই কেবল চারে উঠে আসা সম্ভব তাদের পক্ষে।
গ্রুপ ‘বি’ থেকে নকআউট নিশ্চিত করেছে কেপ ভার্দে ও মিসর। মো সালাহ চোটের জন্য খেলতে পারেননি, ছিলেন শুধু ডাগআউটে। তবে তার দল কেপ ভার্দের সঙ্গে ২-২ গোলে ড্র করে টিকিট পেয়েছে শেষ ষোলর।
গ্রুপ ‘এ’তে স্বাগতিক আইভরিকোস্টকে ৪-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করেছে ইকুয়াটোরিয়াল গিনি। অপর ম্যাচে গিনি বিসাউকে ১-০ গোলে হারিয়ে নাইজেরিয়াও শেষ ষোলো নিশ্চিত করেছে।
ইকুয়াটোরিয়াল গিনির ২৭ খেলোয়াড়ের ১৭ জনের জন্ম স্পেনে। এর আগে তারা একবার সেমিফাইনাল খেললেও এবার আইভরি কোস্টের চেয়ে র্যাংকিংয়ে পিছিয়ে ছিল ৩৯ নম্বরে। তারপরও নিজেদের সেরাটা খেলা স্বাগতিকদের হৃদয় ভেঙেছে তারা।
জোড়া গোল করেছেন স্পেনে বেড়ে ওঠা উইঙ্গার এমিলিও এনসু। একটি করে গোল পাবলো গানেট ও জাননিক বুইলার।