Beta
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

উড়তে থাকা জিরোনা এখন মাটিতে

টানা দ্বিতীয় ম্যাচ হারল জিরোনা। ছবি : এক্স
টানা দ্বিতীয় ম্যাচ হারল জিরোনা। ছবি : এক্স
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

লা লিগায় এবারের বিস্ময় জিরোনা। বার্সেলোনা, অ্যাতলেতিকো মাদ্রিদের মত পরাশক্তিকে হারিয়েছে তারা। লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষেও ছিল দীর্ঘদিন।

আকাশে উড়তে থাকা দলটিই এখন হারিয়ে খুঁজছে নিজেদের। লা লিগায় সর্বশেষ তিন ম্যাচে জয়হীন তারা। সোসিয়েদাদের সঙ্গে গোলশূন্য ড্র’র পর রিয়াল মাদ্রিদ বিধ্বস্ত করে ৪-০’তে। সেই ধাক্কা কাটাতে না পারা জিরোনা কাল (সোমবার) ৩-২ গোলে হারল অ্যাথলেতিক বিলবাওয়ের সঙ্গে।

https://twitter.com/AFC_ebi/status/1759690706346484131

বিলবাওয়ের হয়ে অ্যালেক্স বেরেঙ্গুয়ের করেছেন জোড়া গোল। অপর গোলটি ইনাকি উইলিয়ামসের। জিরোনার পক্ষে একবার করে লক্ষ্যভেদ করেন ভিক্তর ও এরিক গার্সিয়া।

টানা তিন ম্যাচে জয়হীন থাকলেও জিরোনা ধরে রেখেছে পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানটা। ২৫ ম্যাচ শেষে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬২।

সমান ম্যাচে জিরোনার পয়েন্ট ৫৬, বার্সেলোনার ৫৪, অ্যাতলেতিকোর ৫১ আর বিলবাওয়ের ৪৯।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত