চেলটেনহামের কলেজ গ্রাউন্ডে ইংল্যান্ডের কাউন্টি ডিভিশন টু’তে ঘটেছে অভাবনীয় এক ঘটনা। গ্ল্যামরগনকে ৫৯৩ রানের লক্ষ্য দিয়েছিল গ্লস্টারশায়ার। ম্যাচটা জিততে শেষ বলে দরকার ছিল ১ রান, হাতে উইকেট ১টি।
গ্লস্টারশায়ার পেসার অজিত সিং ডেলের শেষ বলটা জেমি ম্যাকইলরয় ব্যাটে লেগে যায় উইকেটরক্ষক জেমস ব্রেসির গ্লাভসে। ম্যাচ হয়ে যায় টাই। সেই ক্যাচ নিয়ে ব্রেসি দৌড়াতে দৌড়োতে থামেন সীমানার কাছে! অথচ রানটা হলে স্বীকৃত ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের বিশ্বরেকর্ড গড়ত গ্ল্যামরগন।
জিততে না পারলেও ইংল্যান্ডের মাটিতে প্রথম শ্রেণির কোনো ম্যাচের চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তোলার কীর্তি গড়ল গ্ল্যামরগন। আগের ৫০৭ রানের রেকর্ডটা লর্ডসে ১৮৯৬ সালে মেরিলিবোন ক্রিকেট ক্লাবের বিপক্ষে করেছিল কেমব্রিজ বিশ্ববিদ্যালয়।
জয়ের জন্য শেষ ওভারে কেবল ২ রান দরকার ছিল গ্ল্যামারগনের। ম্যাসন ক্রেন প্রথম চার বল ডট দিয়ে পঞ্চম বলে নেন ১ রান। শেষ বলে বাকি ১ রান আর নিতে পারেননি জেমি ম্যাকইলরয়।
স্বীকৃত ক্রিকেটে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডটা দুলীপ ট্রফিতে ভারতের পশ্চিমাঞ্চল দলের। ২০১০ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণাঞ্চলের ৫৩৬ রানের চ্যালেঞ্জ ইউসুফ পাঠানের ডাবল সেঞ্চুরিতে ৩ উইকেট হাতে রেখে পেরিয়ে যায় পশ্চিমাঞ্চল। সেই রেকর্ডটা ভাঙা হলো না গ্ল্যামারগনের।
গ্লস্টারশায়ার প্রথম ইনিংসে ১৭৯ করলেও দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ৫ উইকেটে ৬১০ রানে। জেমস ব্রেসি অপরাজিত ছিলেন ২০৪ রানে। প্রথম ইনিংসে ১৯৭ করা গ্ল্যামরগনের জয়ের লক্ষ্য দাঁড়ায় ৫৯৩। কিন্তু তারা অলআউট ৫৯২-এ।