Beta
শনিবার, ১২ জুলাই, ২০২৫
Beta
শনিবার, ১২ জুলাই, ২০২৫

ওয়ানডেকে বিদায় জানালেন ম্যাক্সওয়েল

m9
[publishpress_authors_box]

সর্বকালের সেরা ব্যাটার নিয়ে বিতর্ক থাকতেই পারে। তবে ওয়ানডের সর্বকালের সেরা ইনিংস নিয়ে তর্কের জায়গা কম। গত বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে খাদের কিনারা থেকে গ্লেন ম্যাক্সওয়েলের ২০১ রানের অপরাজিত ইনিংসকেই বেছে নিবেন প্রায় সবাই। ৯১ রানে ৭ উইকেট হারিয়ে ফেলার পর ম্যাক্সওয়েলের ইনিংসটা ছিল ওয়ানডে ইতিহাসে রান তাড়ায় প্রথম ডাবল সেঞ্চুরি।

সেই ম্যাক্সওয়েল ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিলেন আজ (সোমবার)।  ‘ফাইনাল ওয়ার্ড পডকাস্ট’কে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলির সঙ্গে আলোচনার প্রসঙ্গ টেনে ম্যাক্সওয়েল বললেন, ‘‘তাকে বলেছি, ‘আমার মনে হয় না আমি সেই (২০২৭) বিশ্বকাপে খেলতে পারব। এখন সময় হয়েছে আমার জায়গায় নতুন কাউকে সুযোগ দেওয়ার।’ আশা করছি, তারা যথেষ্ট সময় পাবে।’’

আগামী বছর ভারত-শ্রীলঙ্কায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপকে গুরুত্ব দিচ্ছেন ম্যাক্সওয়েল। ওয়ানডে ছেড়ে তিনি বিগ ব্যাশ ও ২০ ওভারের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মনোযোগ দেবেন।

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ জেতানো ডাবল সেঞ্চুরির পথে ম্যাক্সওয়েল।

২০১২ সালে ২৩ বছর বয়েসে অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে অভিষেক হয়েছিল ম্যাক্সওয়েলের। ১৪৯ ওয়ানডে খেলে তার ৩৩.৮১ গড় আর ১২৬.৭০ স্ট্রাইকরেটে করেছেন ৩৯৯০ রান। ৪ সেঞ্চুরি আর ২৩ ফিফটি করেছেন তিনি। অফ স্পিনে এই সংস্করণে নিয়েছেন ৭৭ উইকেট। দুর্দান্ত ফিল্ডার হিসেবে ৯১টি ক্যাচও আছে তার।

২০২৭ পর্যন্ত ওয়ানডে চালিয়ে যাওয়ার অবস্থায় নেই জানিয়ে বিদায় বেলায় তিনি বললেন, ‘‘ কন্ডিশনের সঙ্গে আমার শরীর যেভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছিল, তাতে আমি যেন দলের সঙ্গে একটু প্রতারণা করছিলাম।’’

আরও পড়ুন

সর্বাধিক পঠিত