Beta
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

১৮ শটের টাইব্রেকারে মিসরের বিদায়

66
[publishpress_authors_box]

শেষই হচ্ছিল না ম্যাচটা। নির্ধারিত ৯০ মিনিটে সমতা ১-১ গোলে। অতিরিক্ত সময়েও গোল করতে পারেনি কেউ। মিসর-ডিআর কঙ্গোর আফ্রিকা কাপ অব নেশনসের শেষ ষোলর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৭ মিনিটে সাত বারের চ্যাম্পিয়ন মিসর ১০ জনের দল হয়ে যায় লেফট ব্যাক মোহামেদ হামদি দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে।

ভাগ্য পরীক্ষার টাইব্রেকারও চলছিল সমতা। পেনাল্টি হয় ১৮টি! ১৮তম পেনাল্টি জালে জড়িয়ে মিসরের হৃদয় ভাঙেন ডিআর কঙ্গোর গোলরক্ষক লিওনেল মাপাসি। ডিআর কঙ্গো কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ৮-৭ ব্যবধানের জয়ে।

সাতবারের আফ্রিকা কাপ অব নেশনস চ্যাম্পিয়ন মিসরের সেরা তারকা মো সালাহ চোটের জন্য ফিরে এসেছিলেন লিভারপুলে। দল সেমিফাইনালে পৌঁছলে ফিরতেন তিনি। কিন্তু মিসর ছিটকে গেল কোয়ার্টার ফাইনালেই। তিনি দলের বিদায় দেখলেন লিভারপুলে বসে।

স্বপ্ন ভাঙল মো সালাহর।

সর্বশেষ ২০২১ নেশনস কাপে নকআউটপর্বে মিসরের খেলা চার ম্যাচের তিনটিই টাইব্রেকারে গড়ায়! সেবার ফাইনালে বিদায় নিয়েছিল ‘ফারাও’রা।

রবিবার টাইব্রেকারে ৭-৭ সমতার পর শট নিতে এসেছিলেন দুই দলের গোলরক্ষক।

মিসরের আবু গাবেলের শট যায় ক্রসবারের ওপর দিয়ে । সুযোগটা কাজে লাগিয়ে ডিআর কঙ্গোর লিওনেল মাপাসি পরের শট জালে জড়িয়ে কঙ্গোকে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত