Beta
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

সোনার দাম আবার কমল ১৬৮০ টাকা

SS-GOLD-PRICE-DECLINE-290424
[publishpress_authors_box]

দেশের বাজারে সোনার দাম আবার কমেছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সবশেষ ঘোষণা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতিভরি সোনার দাম ১ হাজার ৬৮০ টাকা কমছে।

বৃহস্পতিবার বাজুসের ঘোষণায় বলা হয়, শুক্রবার থেকে এই মানের সোনা ১ লাখ ৩৪ হাজার ৫০৯ টাকায় বিক্রি হবে।

এ নিয়ে ১০ দিনের ব্যবধানে চার দফায় ২২ ক্যারেট সোনার দাম ৯ হাজার ১৭ টাকা কমল।

তিন দফায় এই মানের সোনার দাম ভরিতে ৬ হাজার ৭৮ টাকা বাড়ানোর পর গত ৫ নভেম্বর ১ হাজার ৩৬৫ টাকা কমানো হয়েছিল। তিন দিনের ব্যবধানে ৮ নভেম্বর ৩ হাজার ৪৫৩ টাকা কমানো হয়। পাঁচ দিনের ব্যবধানে ১৩ নভেম্বর আরও ২ হাজার ৫১৯ টাকা কমানো হয়েছিল।

সবশেষ বৃহস্পতিবার ভরিতে ১ হাজার ৬৮০ টাকা কমানো হয়েছে। অন্যান্য মানের সোনার দরও প্রায় একই হারে কমানো হয়েছে।

চড়তে চড়তে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গত ৩১ অক্টোবর প্রতিভরি ২২ ক্যারেট সোনার দাম ১ লাখ ৪৩ হাজার ৪২৪ টাকায় উঠেছিল।

বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, শুক্রবার থেকে দেশের বাজারে এক গ্রাম ২২ ক্যারেট সোনা কিনতে ১১ হাজার ৫৩২ টাকা লাগবে। ১১ দশমিক ৬৬৪ গ্রামে এক ভরি হিসাবে প্রতিভরি কিনতে লাগবে ১ লাখ ৩৪ হাজার ৫০৯ টাকা।

২১ ক্যারেটের প্রতিভরি সোনা কিনতে লাগবে ১ লাখ ২৮ হাজার ৩৯৭ টাকা। ১৮ ক্যারেটে লাগবে ১ লাখ ১০ হাজার ৬১ টাকা।

আর সনাতন পদ্ধতির এক ভরি সোনা বিক্রি হবে ৯০ হাজার ২৩৩ টাকায়।

বৃহস্পতিবার পর্যন্ত দেশের বাজারে এক গ্রাম ২২ ক্যারেট সোনা কিনতে ১১ হাজার ৬৭৬ টাকা লেগেছে। প্রতিভরি কিনতে খরচ হয়েছে ১ লাখ ৩৬ হাজার ১৮৯ টাকা।

২১ ক্যারেটের প্রতিভরি সোনা কিনতে লেগেছে ১ লাখ ২৯ হাজার ৯৯৫ টাকা। ১৮ ক্যারেটে লেগেছে ১ লাখ ১১ হাজার ৪২৬ টাকা।

আর সনাতন পদ্ধতির এক ভরি সোনা বিক্রি হয়েছে ৯১ হাজার ৪১১ টাকায়।

হিসাব বলছে, দুই দিনের ব্যবধানে প্রতিভরি ২২ ক্যারেট সোনার দাম কমেছে ১ হাজার ৬৮০ টাকা। ২১ ক্যারেটের দাম কমেছে ১হাজার ৫৯৮ টাকা। ১৮ ক্যারেটের কমেছে ১ হাজার ৩৬৫ টাকা।

সনাতন পদ্ধতির প্রতিভরি সোনার দাম কমেছে ১ হাজার ১৭৮ টাকা।

বিশ্ববাজারেও কমছে

বিশ্ববাজারেও সোনার দর কমছে। চড়তে চড়তে অক্টোবরের শেষের দিকে প্রতিআউন্স (৩১ দশমিক ১০৩৪৭৬৮ গ্রাম) সোনার দাম প্রায় ২ হাজার ৮০০ ডলারে উঠে গিয়েছিল। সেই সোনার দর কমতে কমতে এখন ২ হাজার ৬০০ ডলারের নিচে নেমে এসেছে।

বৃহস্পতিবার রাত সোয়া ৯টায় আন্তর্জাতিক বাজারে প্রতিআউন্স সোনার দাম ছিল ২ হাজার ৫৬১ ডলার ৯৫ সেন্ট।

গত ১২ নভেম্বর রাতে বাজুস যখন দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দেয়, তখন আন্তর্জাতিক বাজারে প্রতিআউন্স (৩১ দশমিক ১০৩৪৭৬৮ গ্রাম) সোনার দাম ছিল ২ হাজার ৬১২ ডলার ৫০ সেন্ট।

গত ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে প্রতি আউন্সের দাম ২ হাজার ডলারের নিচে নেমে এসেছিল।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত