Beta
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

কমল সোনার দাম

SS-GOLD-PRICE-DECLINE-290424
[publishpress_authors_box]

টানা কয়েক দফা বাড়ার পর কমেছে সোনার দাম। সোমবার থেকে সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি সোনা ১ লাখ ২৬ হাজার ৩২১ টাকায় বিক্রি হবে।

এক সপ্তাহের ব্যবধানে এই মানের সোনার দাম ভরিতে এক হাজার ৬২১ টাকা কমছে। অন্যান্য মানের সোনার দরও প্রায় একই হারে কমানোর ঘোষণা দিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

রবিবার রাতে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম হ্রাস পেয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, সোমবার থেকে দেশের বাজারে এক গ্রাম ২২ ক্যারেট সোনা কিনতে ১০ হাজার ৮৩০ টাকা লাগবে। সে হিসাবে এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা কিনতে লাগবে ১ লাখ ২৬ হাজার ৩২১ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরি সোনা কিনতে লাগবে ১ লাখ ২০ হাজার ৫৮২ টাকা। ১৮ ক্যারেটে লাগবে ১ লাখ ৩ হাজার ৩৫৫ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনা বিক্রি হবে ৮৫ হাজার ৪৫০ টাকায়।

সবশেষ গত ২৫ আগস্ট ২২ ক্যারেট সোনার দাম ভরিতে এক হাজার ৯৩৬ টাকা বাড়িয়েছিল বাজুস। তার তিন দিন আগে ২২ আগস্ট বাড়ানো হয় ১ হাজার ৫০৫ টাকা। ২০ আগস্ট বাড়ানো হয় ১ হাজার ৫১৬ টাকা। ১৮ আগস্ট বাড়ানো হয়েছিল ২ হাজার ৯০৪ টাকা বাড়ানো হয়। সব মিলিয়ে এক সপ্তাহে ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৭ হাজার ৮৬১ টাকা বাড়ানো হয়েছিল।

রবিবার পর্যন্ত দেশের বাজারে এক গ্রাম ২২ ক্যারেট সোনা কিনতে লেগেছে ১০ হাজার ৯৬৯ টাকা। প্রতি ভরি কিনতে খরচ হয়েছে ১ লাখ ২৭ হাজার ৯৪২ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা কিনতে লেগেছে ১ লাখ ২২ হাজার ১২২ টাকা।

১৮ ক্যারেটে লেগেছে ১ লাখ ৪ হাজার ৬৮৪ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনা বিক্রি হয়েছে ৮৬ হাজার ৫৪৭ টাকায়।

হিসাব করে দেখা যাচ্ছে, এক সপ্তাহের ব্যবধানে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম কমেছে ১ হাজার ৬২১ টাকা। ২১ ক্যারেটের দাম কমেছে ১ হাজার ৫৪০ টাকা। ১৮ ক্যারেটের দাম কমেছে ১ হাজার ৩৩০ টাকা।

সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম কমেছে ১ হাজার ৯৬ টাকা।

আন্তর্জাতিক বাজারেও সোনার দাম কমেছে। রবিবার আন্তর্জাতিক বাজার বন্ধ ছিল। তার আগের দিন বিশ্ববাজারে প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) স্বর্ণের দাম ছিল ২ হাজার ৫০৩ ডলার ৩৪ সেন্ট।

গত ২৫ আগস্ট রাতে যখন দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়, তখন বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ২ হাজার ৫১২ ডলার ১৮ সেন্ট।

তবে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ১ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপা ১ হাজার ২৮৩ টাকায় বিক্রি হচ্ছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত