চার দফায় ভরিতে সাড়ে ১২ হাজার টাকা বাড়ানোর পর কমানো হলো সোনার দাম। সবচেয়ে ভালো মানের সোনার (২২ ক্যারেট) দাম ভরিতে কমানো হলো ১ হাজার ২৬০ টাকা।
শনিবার স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, রবিবার থেকে দেশের বাজারে সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ৩৭ হাজার ৪৪৯ টাকায়।
দফায় দফায় বেড়ে এই মানের সোনা শনিবার পর্যন্ত বিক্রি হয়েছে ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকায়।
অন্যান্য মানের সোনার দরও প্রায় একই হারে কমানোর ঘোষণা দিয়েছে বাজুস।
টানা কয়েক দফা বাড়ার পর গত ১ সেপ্টেম্বর ২২ ক্যারেট সোনার দাম ভরিতে এক হাজার ৬২১ টাকা কমিয়েছিল বাজুস।
এর দুই সপ্তাহ পর গত ১৪ সেপ্টেম্বর এই মানের সোনার দাম ভরিতে ৩ হাজার ৫৮১ টাকা বাড়ানোর ঘোষণা দেয় বাজুস। এক সপ্তাহ পর ভরিতে ৩ হাজার ১৪৯ টাকা বাড়ানো হয়। ২৪ সেপ্টেম্বর বাড়ানো হয় ভরিতে ২ হাজার ৬১৩ টাকা । এর একদিন পর ২৫ সেপ্টেম্বর ভরিতে বাড়ানো হয় ৩ হাজার ৪৪ টাকা।
হিসাব করে দেখা যায়, ১৫ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ১১ দিনে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম বেড়েছিল ১২ হাজার ৩৮৭ টাকা।
বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, রবিবার থেকে দেশের বাজারে এক গ্রাম ২২ ক্যারেট সোনা কিনতে ১১ হাজার ৭৮৪ টাকা লাগবে। সে হিসাবে এক ভরি (১১.৬৬৪ গ্রাম) কিনতে লাগবে ১ লাখ ৩৭ হাজার ৪৪৯ টাকা।
২১ ক্যারেটের প্রতিভরি সোনা কিনতে লাগবে ১ লাখ ৩১ হাজার ১৯৭ টাকা। ১৮ ক্যারেটে লাগবে ১ লাখ ১২ হাজার ৪৫৩ টাকা।
আর সনাতন পদ্ধতির এক ভরি সোনা বিক্রি হবে ৯২ হাজার ২৮৬ টাকায়।
শনিবার পর্যন্ত দেশের বাজারে এক গ্রাম ২২ ক্যারেট সোনা কিনতে লেগেছে ১১ হাজার ৮৯২ টাকা। এক ভরি কিনতে খরচ হয়েছে ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা।
২১ ক্যারেটের প্রতিভরি সোনা কিনতে লেগেছে ১ লাখ ৩২ হাজার ৩৯৮ টাকা। ১৮ ক্যারেটে লেগেছে ১ লাখ ১৩ হাজার ৪৯১ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনা বিক্রি হয়েছে ৯৩ হাজার ১৬০ টাকায়।
হিসাব বলছে, তিন দিনের ব্যবধানে প্রতিভরি ২২ ক্যারেট সোনার দাম কমেছে ১ হাজার ২৬০ টাকা। ২১ ক্যারেটের দাম কমেছে ১ হাজার ২০১ টাকা। ১৮ ক্যারেটের কমেছে ১ হাজার ৩৮ টাকা।
সনাতন পদ্ধতির প্রতিভরি সোনার দাম কমেছে ২ হাজার ৮৭৫ টাকা।
বুধবার রাতে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়ে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পেয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
রবিবার থেকে নতুন দর কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস।
বিশ্ববাজারেও কমেছে
আন্তর্জাতিক বাজারেও রেকর্ডের পর রেকর্ড গড়ার পর সোনার দাম খানিকটা কমেছে। গত শুক্রবার বিশ্ববাজারে প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) সোনার দাম বেড়ে ২ হাজার ৬৭৫ ডলারে উঠেছিল। শনিবার অবশ্য তা ১৪ ডলার ২৯ সেন্ট বা দশমিক ৫৩ শতাংশ কমে ২ হাজার ৬৫৮ ডলার ৩৪ সেন্টে নেমেছে।
রুপা অপরিবর্তিত
তবে সোনার দাম বাড়লে-কমলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম।
২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ১ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপা ১ হাজার ২৮৩ টাকায় বিক্রি হচ্ছে।