Beta
শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

সোনার দাম ভরিতে কমল ১৭৭৩ টাকা

ss-GOLD-Price-Trend-Dhaka-230424
[publishpress_authors_box]

সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম দুই দফায় ভরিতে ৩ হাজার ৪৪ টাকা বাড়ানোর পর এবার প্রায় দুই হাজার টাকা কমানোর ঘোষণা এসেছে।

শনিবার দেশের স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এ ঘোষণায় এই মানের সোনার দাম ১ হাজার ৭৭৩ টাকা কমানোর কথা জানানো হয়েছে।

সে অনুযায়ী, রবিবার থেকে ২২ ক্যারেটের প্রতিভরি সোনা ১ লাখ ৩৮ হাজার ৪৯৮ টাকায় বিক্রি হবে। অন্যান্য মানের সোনার দরও প্রায় একই হারে কমানো হয়েছে।

এর আগে সবশেষ বৃহস্পতিবার এই মানের সোনার দাম ভরিতে ১ হাজার ৮৭৮ টাকা বাড়ানো হয়েছিল। তার দু’দিন আগে ১০ ডিসেম্বর বাড়ানো হয়েছিল ১ হাজার ১৬৬ টাকা।

বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, রবিবার থেকে দেশের বাজারে এক গ্রাম ২২ ক্যারেট সোনা কিনতে ১১ হাজার ৮৭৪ টাকা লাগবে। ১১ দশমিক ৬৬৪ গ্রামে এক ভরি হিসাবে প্রতিভরি কিনতে লাগবে ১ লাখ ৩৮ হাজার ৪৯৮ টাকা।

২১ ক্যারেটের প্রতিভরি সোনা কিনতে লাগবে ১ লাখ ৩২ হাজার ২০০ টাকা। ১৮ ক্যারেটে লাগবে ১ লাখ ১৩ হাজার ৩১৬ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনা বিক্রি হবে ৯৩ হাজার ২০ টাকায়।

শনিবার পর্যন্ত এক গ্রাম ২২ ক্যারেট সোনা কিনতে ১২ হাজার ২৬ টাকা লেগেছে। প্রতিভরি কিনতে খরচ হয়েছে ১ লাখ ৪০ হাজার ২৭১ টাকা।

২১ ক্যারেটের প্রতিভরি সোনা কিনতে লেগেছে ১ লাখ ৩৩ হাজার ৯০৩ টাকা। ১৮ ক্যারেটে লেগেছে ১ লাখ ১৪ হাজার ৭৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনা বিক্রি হয়েছে ৯৪ হাজার ২৫৭ টাকায়।

সে হিসেবে তিন দিনের ব্যবধানে প্রতিভরি ২২ ক্যারেট সোনার দাম কমেছে ১ হাজার ৭৭৩ টাকা। ২১ ক্যারেটের দাম কমেছে ১ হাজার ৭০৩ টাকা। ১৮ ক্যারেটের কমেছে ১ হাজার ৪৫৮ টাকা, সনাতন পদ্ধতির প্রতিভরি সোনার দাম কমেছে ১ হাজার ২৩৬ টাকা।

বিশ্ববাজারেও কমেছে

বিশ্ববাজারেও সোনার দর কমেছে।

শনিবার রাত ৯টায় বিশ্ববাজারে প্রতিআউন্স সোনার দাম ছিল ২ হাজার ৬৪৮ ডলার ৯৫ সেন্ট।

বুধবার রাতে বাজুস যখন দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দেয়, তখন আন্তর্জাতিক বাজারে প্রতিআউন্স সোনার দাম ছিল ২ হাজার ৭০৬ ডলার ৫৪ সেন্ট।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত