দেশের বাজারে সোনার দাম ওঠানামা করছে। এই দফায় তিনদিনের ব্যবধানে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ১ হাজার ৪৮১ টাকা কমানো হয়েছে।
বাজুসের সবশেষ ঘোষণা অনুযায়ী, সোমবার থেকে এই মানের প্রতিভরি সোনা ১ লাখ ৩৭ হাজার ২২৭ টাকায় বিক্রি হবে। অন্যান্য মানের সোনার দরও প্রায় একই হারে কমানো হয়েছে।
নতুন ঘোষণা অনুযায়ী, সোমবার থেকে দেশের বাজারে এক গ্রাম ২২ ক্যারেট সোনা কিনতে ১১ হাজার ৭৬৫ টাকা লাগবে। ১১ দশমিক ৬৬৪ গ্রামে এক ভরি হিসাবে প্রতিভরি কিনতে লাগবে ১ লাখ ৩৭ হাজার ২২৭ টাকা।
২১ ক্যারেটের প্রতিভরি সোনা কিনতে লাগবে ১ লাখ ৩০ হাজার ৯৯৮ টাকা। ১৮ ক্যারেটে লাগবে ১ লাখ ১২ হাজার ২৮৯ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনা বিক্রি হবে ৯২ হাজার ১৩৪ টাকায়।
রবিবার পর্যন্ত এক গ্রাম ২২ ক্যারেট সোনা কিনতে ১১ হাজার ৯৯২ টাকা লেগেছে। প্রতিভরি কিনতে খরচ হয়েছে ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা।
২১ ক্যারেটের প্রতিভরি সোনা কিনতে লেগেছে ১ লাখ ৩২ হাজার ৩৫৬ টাকা। ১৮ ক্যারেটে লেগেছে ১ লাখ ১৩ হাজার ৪৯১ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনা বিক্রি হয়েছে ৯৩ হাজার ১৬০ টাকায়।
হিসাব বলছে, তিন দিনের ব্যবধানে প্রতিভরি ২২ ক্যারেট সোনার দাম কমেছে ১ হাজার ৪৮১ টাকা। ২১ ক্যারেটের দাম কমেছে ১ হাজার ৪০০ টাকা। ১৮ ক্যারেটের কমেছে ১ হাজার ২০১ টাকা।
সনাতন পদ্ধতির প্রতিভরি সোনার দাম কমেছে ১ হাজার ২৮ টাকা।
দুই দিনে ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৪ হাজার ৭১২ টাকা কমানোর পর গত বুধবার ১ হাজার ১৫৫ টাকা বাড়িয়েছিল স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
চার দিনের ব্যবধানে তিন দফায় ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৭ হাজার ৭৫৭ টাকা বাড়ানোর পর গত বৃহস্পতিবার ১ হাজার ৮৯০ টাকা কমানো হয়। পরের দিন শুক্রবার কমানো হয় ২ হাজার ৮২২ টাকা।
এর আগে চার দফায় সবচেয়ে ভালো মানের সোনার দাম ভরিতে ৯ হাজার টাকা কমানোর পর গত ২০ নভেম্বর ২ হাজার ৯৩৯ টাকা বাড়ানো হয়েছিল। ২২ নভেম্বর থেকে বাড়ে ১ হাজার ৯৯৫ টাকা। ২৪ নভেম্বর থেকে বেড়েছিল আরও ২ হাজার ৮২৩ টাকা।
অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গত ৩১ অক্টোবর প্রতিভরি ২২ ক্যারেট সোনার দাম ১ লাখ ৪৩ হাজার ৪২৪ টাকায় উঠেছিল। এরপর থেকে ওঠানামা করছে মূল্যবান এই ধাতুর দাম।