টানা তিন দফায় বাড়ানোর পর দেশের বাজারে এবার কিছুটা কমানো হয়েছে সোনার দাম।
সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট মানের সোনার দাম তিন দফায় ভরিতে ৬ হাজার ৭৮ টাকা বাড়ানোর পর ১ হাজার ৩৬৫ টাকা কমানোর ঘোষণা দিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
মঙ্গলবার থেকে এই মানের সোনা দেশের বাজারে বিক্রি হবে প্রতিভরি ১ লাখ ৪২ হাজার ১৬১ টাকায়। সোমবার পর্যন্ত এই মানের সোনা ১ লাখ ৪৩ হাজার ৫২৬ টাকায় বিক্রি হয়েছে।
এ হিসাবে প্রতিভরিতে কমেছে ১ হাজার ৩৬৫ টাকা। অন্যান্য মানের সোনার দরও প্রায় একই হারে কমানোর ঘোষণা দিয়েছে বাজুস।
সোমবার সন্ধ্যায় বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।
এর আগে গত ২০ অক্টোবর প্রতিভরি ২২ ক্যারেট সোনার দাম ২ হাজার ৬১৩ টাকা বাড়ানো হয়েছিল। চার দিনের ব্যবধানে ২৩ অক্টোবর বাড়ানো হয় ১ হাজার ৮৯০ টাকা। সবশেষ ৩১ অক্টোবর বাড়ানো হয়েছিল ১ হাজার ৫৭৫ টাকা।
বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার থেকে দেশের বাজারে এক গ্রাম ২২ ক্যারেট সোনা কিনতে ১২ হাজার ১৮৮ টাকা লাগবে। ১১ দশমিক ৬৬৪ গ্রামে এক ভরি হিসাবে প্রতিভরি কিনতে লাগবে ১ লাখ ৪২ হাজার ১৬১ টাকা।
২১ ক্যারেটের প্রতিভরি সোনা কিনতে লাগবে ১ লাখ ৩৫ হাজার ৬৯৯ টাকা। ১৮ ক্যারেটে লাগবে ১ লাখ ১৬ হাজার ৩১৩ টাকা।
আর সনাতন পদ্ধতির এক ভরি সোনা বিক্রি হবে ৯৫ হাজার ৫৭৫ টাকায়।
সোমবার পর্যন্ত দেশের বাজারে এক গ্রাম ২২ ক্যারেট সোনা কিনতে ১২ হাজার ৩০৫ টাকা লেগেছে। প্রতি ভরি কিনতে খরচ হয়েছে ১ লাখ ৪৩ হাজার ৫২৬ টাকা।
২১ ক্যারেটের প্রতিভরি সোনা কিনতে লেগেছে ১ লাখ ৩৭ হাজার ৫ টাকা। ১৮ ক্যারেটে লেগেছে ১ লাখ ১৭ হাজার ৪৩৩ টাকা।
আর সনাতন পদ্ধতির এক ভরি সোনা বিক্রি হয়েছে ৯৬ হাজার ৫২০ টাকায়।
হিসাব বলছে, পাঁচ দিনের ব্যবধানে প্রতিভরি ২২ ক্যারেট সোনার দাম কমেছে ১ হাজার ৩৬৫ টাকা। ২১ ক্যারেটের দাম কমেছে ১ হাজার ৩০৬ টাকা। ১৮ ক্যারেটের কমেছে ১ হাজার ১২০ টাকা।
সনাতন পদ্ধতির প্রতিভরি সোনার দাম কমেছে ৯৪৫ টাকা।
বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমানোর ঘোষণা দিয়ে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পেয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।