রাজনৈতিক পট পরিবর্তনসহ নানা ঘটনা পরিক্রমার পর আবারও দেশের বাজারে বেড়েছে সোনার দাম। এক মাসের ব্যবধানে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম ভরিতে বেড়েছে ২ হাজার ৯০৪ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) ঘোষণা অনুযায়ী, সোমবার থেকে দেশের বাজারে প্রতিভরি সোনা বিক্রি হবে ১ লাখ ২২ হাজার ৯৮৫ টাকায়। যা ইতিহাসে সর্বোচ্চ।
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর রবিবার প্রথম সোনার দাম বাড়ানোর ঘোষণা দিল বাজুস।
সবশেষ ১৫ জুলাই ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ১ হাজার ১৯০ টাকা বাড়ানো হয়েছিল। তখন আগের সব রেকর্ড ছাড়িয়ে সোনার দাম ১ লাখ ২০ হাজার ৮১ টাকায় উঠেছিল। এবার তা থেকেও ২ হাজার ৯০৪ টাকা বাড়ানো হলো।
বাজুসের ঘোষণা অনুযায়ী, সোমবার থেকে দেশের বাজারে এক গ্রাম ২২ ক্যারেট সোনা কিনতে ১০ হাজার ৫৪৪ টাকা লাগবে। ১১ দশমিক ৬৬৪ গ্রামে এক ভরি হিসাবে প্রতি ভরি সোনা কিনতে লাগবে ১ লাখ ২২ হাজার ৯৮৫ টাকা।
২১ ক্যারেটের প্রতিভরি সোনা কিনতে লাগবে ১ লাখ ১৭ হাজার ৩৯৮ টাকা। ১৮ ক্যারেটে লাগবে ১ লাখ ৬২৫ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনা বিক্রি হবে ৮৩ হাজার ১৯৯ টাকায়।
রবিবার পর্যন্ত হলমার্ক করা এক ভরি ২২ ক্যারেট সোনা কিনতে খরচ হয়েছে ১ লাখ ২০ হাজার ৮১ টাকা। ২১ ক্যারেটের প্রতিভরি সোনা বিক্রি হয়েছে ১ লাখ ১৪ হাজার ৬২২ টাকা। ১৮ ক্যারেটে লেগেছে ৯৮ হাজার ২৪৬ টাকা। সনাতন পদ্ধতির এক ভরি সোনা বিক্রি হয়েছে ৮১ হাজার ২২৮ টাকায়।
সে হিসাবে এক মাসের ব্যবধানে প্রতিভরি ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ২ হাজার ৯০৪ টাকা। ২১ ক্যারেটের দাম বেড়েছে ২ হাজার ৭৭৬ টাকা। ১৮ ক্যারেটের বেড়েছে ২ হাজার ৩৭৯ টাকা। সনাতন পদ্ধতির প্রতিভরি সোনার দাম বেড়েছে ১ হাজার ৯৭১ টাকা।
রাতে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ানোর কারণ হিসেবে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধির কথা।
বিজ্ঞপ্তিতে স্বর্ণ ও রৌপ্যের বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট (মূল্য সংযোজন কর) এবং বাজুস নির্ধারিত গহনার নূন্যতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে দেশের সব ব্যবসায়ীদের আহ্বান জানানো হয়েছে।
তবে সোনার দাম বাড়লে অপরিবর্তিত রয়েছে রুপার দাম।
২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ১ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপা ১ হাজার ২৮৩ টাকায় বিক্রি হচ্ছে।