দেশের বাজারে সোনার দাম কমেছে। সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) সোনার দাম ভরিতে কমেছে ১ হাজার ৭৫০ টাকা। অন্যান্য মানের সোনার দামও প্রায় একই হারে কমেছে।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমিয়ে নতুন দামের ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)।
বাজুসের তথ্য অনুযায়ী, বুধবার থেকে দেশে প্রতি ভরি ২২ ক্যারেট সোনা বিক্রি হবে ১ লাখ ১১ হাজার ১৫৮ টাকায়। মঙ্গলবার পর্যন্ত এই মানের সোনার দাম ছিল ১ লাখ ১২ হাজার ৯০৮ টাকা। এ হিসাবে দাম কমছে ১ হাজার ৭৫০ টাকা।
বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বুধবার থেকে নতুন দাম কার্যকর হবে।
এর আগে সবশেষ ৬ মার্চ সবচেয়ে ভালো মানের সোনার দাম ভরিতে ২ হাজার ১১৬ টাকা বাড়ানো হয়েছিল।
গত কয়েক দিনে আন্তর্জাতিক বাজারেও সোনার দাম বেশ খানিকটা কমেছে। টানা বাড়তে বাড়তে মার্চ মাসের প্রথম দিকে বিশ্ববাজারে প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম, ২.৬৫ ভরি) সোনার দাম প্রায় ২ হাজার ২০০ ডলারে উঠেছিল। মঙ্গলবার বিকাল ৫টায় সেই স্বর্ণের দাম কমে ২ হাজার ১৫৫ ডলার ৪৪ সেন্টে নেমে এসেছে।
বাজুসের ঘোষণা করা নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা বিক্রি হবে ১ লাখ ১১ হাজার ১৫৮ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬ হাজার ১৪২ টাকা, ১৮ ক্যারেটের সোনা ৯০ হাজার ৯৭৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ৭৫ হাজার ৮১৬ টাকায় বিক্রি হবে।
মঙ্গলবার পর্যন্ত দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের সোনা ১ লাখ ১২ হাজার ৯০৮ টাকায় বিক্রি হয়। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৭ হাজার ৭৭৫ টাকায়, ১৮ ক্যারেটের সোনা ৯২ হাজার ৩৭৯ টাকায় এবং সনাতন পদ্ধতির সোনা ৭৬ হাজার ৯৮২ টাকায় বিক্রি হয়।
হিসাব করে দেখা যায়, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমেছে ১ হাজার ৭৫০ টাকা। ২১ ক্যারেটের দাম কমেছে ১ হাজার ৬৩৩ টাকা। এছাড়া ১৮ ক্যাটের সোনার ভরি ১ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম কমেছে ১ হাজার ১৬৬ টাকা।
গতবছর দেশের বাজারে সোনার দাম দফায় দফায় বেড়েছিল। ফলে ভালো মানের প্রতি ভরি সোনার দাম লাখ টাকা ছাড়িয়ে যায়।
বাজুসের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২৩ সালে সব মিলিয়ে ২৯ বার সোনার দামে সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১১ বার দাম কমানো ও ১৮ বার বাড়ানো হয়েছে।
২০২২ সালের জানুয়ারি মাসে হলমার্ক করা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ছিল ৮৮ হাজার ৪১৩ টাকা। এরপর কয়েক দফা দাম বাড়ার পর গত বছরের ২১ জুলাই দেশের বাজারে প্রথমবারের মতো প্রতি ভরি সোনার দাম লাখ টাকা ছাড়িয়ে যায়।
মূলত করোনা মহামারীর পর বিশ্বব্যাপী সোনার দামে অস্থিরতা দেখা দেয়। এ সময়ে ‘সেফ হ্যাভেন’বা ‘নিরাপদ বিনিয়োগ’ হিসেবে সোনা বেছে নেওয়ার প্রবণতা বাড়ে।
সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা।